Advertisement

Chinmoy krishna Das Arrested: 'স্বাধীনতার জন্য বিপদ', চিন্ময়ের গ্রেফতারি নিয়ে পাল্টা বলল বাংলাদেশ

হিন্দু সন্ন্যাসী ও ইস্কনের প্রাক্তন প্রধান চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে উত্তাল বাংলাদেশ। এই ঘটনায় কড়া বিবৃতি দিয়েছে ভারত। যার পাল্টা সরব হয়েছে ওপার বাংলা।  এবার এই নিয়ে মুখ খুললেন মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন যে, শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের একজন নেতা হিসাবে চিন্ময়কে গ্রেফতার করা হয়নি। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ রয়েছে। 

চিন্ময়কৃষ্ণ দাস।
Aajtak Bangla
  • ঢাকা,
  • 27 Nov 2024,
  • अपडेटेड 3:13 PM IST
  • চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে উত্তাল বাংলাদেশ।
  • এই ঘটনায় কড়া বিবৃতি দিয়েছে ভারত।
  • যার পাল্টা সরব হয়েছে ওপার বাংলা।

হিন্দু সন্ন্যাসী ও ইস্কনের প্রাক্তন প্রধান চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে উত্তাল বাংলাদেশ। এই ঘটনায় কড়া বিবৃতি দিয়েছে ভারত। যার পাল্টা সরব হয়েছে ওপার বাংলা।  এবার এই নিয়ে মুখ খুললেন মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন যে, শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের একজন নেতা হিসাবে চিন্ময়কে গ্রেফতার করা হয়নি। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ রয়েছে। 

মঙ্গলবার এক অনুষ্ঠানে আসিফ বলেন, 'রাষ্ট্রদ্রোহিতা দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার জন্য ঝুঁকিপূর্ণ। তাই রাষ্ট্রদ্রোহের অভিযোগে যে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। একটা কথা স্পষ্ট করে দিতে চাই যে, যাঁরাই এই ধরনের ঘটনায় যুক্ত থাকবেন, তাঁরা যে নেতাই হোন না কেন, রেয়াত করা হবে না।' চিন্ময়কৃষ্ণের গ্রেফতারি প্রসঙ্গে তিনি আরও বলেছেন যে, আইন দেশের সুরক্ষার হয়েই কাজ করবে। 

প্রসঙ্গত, সোমবার ঢাকা বিমানবন্দর থেকে চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে হিন্দু সন্ন্যাসীকে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন না জানানোয় সন্ন্যাসীকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারের প্রতিবাদে সরব হয়েছিলেন সে দেশের হিন্দুদের একাংশ। এই পরিস্থিতিতে ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, 'বাংলাদেশ প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি, যাতে হিন্দু-সহ সমস্ত সংখ্যালঘুর সুরক্ষা সুনিশ্চিত করা হয়।' হিন্দুদের মতপ্রকাশের স্বাধীনতার কথাও উল্লেখ করেছে নয়াদিল্লি।

হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশের চট্টগ্রাম-সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে। কড়া প্রতিক্রিয়া দিয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান ইস্কন। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের আর্জি জানিয়েছে তারা। অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবি জানিয়েছে ইস্কন।
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement