Advertisement

Tollywood Spicy Gossip: নায়িকা ১০ বছরের ছোট, লিভ-ইন করছেন ছোটপর্দার এই নায়কের সঙ্গে?

সিরিয়াল-সিনেমা দুটোই করেছেন তিনি। তবে ছোটপর্দায় তাঁর রাজ বেশি। হ্যান্ডসম নায়ক বলেই পরিচিত টেলিভিশন জগতে। মাঝে মধ্যেই তাঁর সুঠাম দেহের ঝলক পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। টলিপাড়ার এক জনপ্রিয় নায়িকার সঙ্গে তাঁর প্রেম ও লিভ-ইনের কথা প্রায় সকলেই জানতেন। ব্রেকআপের পর সেই নায়িকা বিয়ে করে নিলেন।

বয়সে ছোট এই নায়িকার সঙ্গে প্রেম করছেন এই নায়কবয়সে ছোট এই নায়িকার সঙ্গে প্রেম করছেন এই নায়ক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Nov 2025,
  • अपडेटेड 1:01 PM IST
  • সিরিয়াল-সিনেমা দুটোই করেছেন তিনি।

সিরিয়াল-সিনেমা দুটোই করেছেন তিনি। তবে ছোটপর্দায় তাঁর রাজ বেশি। হ্যান্ডসম নায়ক বলেই পরিচিত টেলিভিশন জগতে। মাঝে মধ্যেই তাঁর সুঠাম দেহের ঝলক পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। টলিপাড়ার এক জনপ্রিয় নায়িকার সঙ্গে তাঁর প্রেম ও লিভ-ইনের কথা প্রায় সকলেই জানতেন। ব্রেকআপের পর সেই নায়িকা বিয়ে করে নিলেন। পিছিয়ে থাকেন কেন সেই 'জয়' অভিনেতা। টেলিভিশনের এক সুন্দরী নায়িকার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। ইন্ডাস্ট্রির ফিসফাস, শহরের এক বিলাসবহুল ফ্ল্যাটে কয়েক মাস ধরে লিভ-ইন করছেন তাঁরা। যদিও নিজেদের প্রেমের খবর প্রকাশ্যে আনেননি। 

'জয়' অভিনেতার কীর্তির শেষ নেই। অতীতে একাধিক মেয়ের প্রেমে হাবুডুবু খেয়েছেন তিনি। কিছু মাস আগে তাঁর এক প্রাক্তন প্রেমিকা গুরুতর অভিযোগ এনেছিলেন সেই নায়কের বিরুদ্ধে। টলিপাড়ার যে নায়িকার সঙ্গে শেষ সম্পর্কে জড়িয়েছিলেন সেও নাকি প্রাক্তন প্রেমিককে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। তবে সেই সব নিয়ে একেবারেই চিন্তা-ভাবনা করছেন না জয় নায়ক। বরং নতুন করে প্রেমে পড়েছেন তিনি। প্রেমিকা তাঁরই সঙ্গে এক সিরিয়ালে কাজ করেছেন। সেখান থেকেই প্রেমের সূত্রপাত। অভিনেতার থেকে তাঁর প্রেমিকা বয়সে বেশ ছোট। তাই নায়ক এখন যা বলেন তাই করেন প্রেমিকা। 

তাঁর কথাতেই নিজের বাড়ি ছেড়ে গগনচুম্বী ফ্ল্যাটে গিয়ে থাকছেন দুজনে।  মাসের শেষে প্রেমিকার থেকে সেই বাড়ি ভাড়ার অর্ধেক টাকাও নাকি নেন নায়ক। অভিনেত্রী তাতেই খুশি। নায়িকা এখন ছোটপর্দা থেকে দূরেই আছেন। নিজের বুটিক খুলেছেন তিনি। তবে নায়ক সিরিয়াল-সিনেমা দুটোই করছেন চুটিয়ে। কিছুদিন আগেই শহর থেকে দূরে এক রিসর্টে প্রেমিকার জন্মদিন পালন করেন অভিনেতা। এদিক-সেদিক একসঙ্গে দেখাও যাচ্ছে তাঁদের। কিন্তু সম্পর্কে আছেন কিনা, সে নিয়ে স্পিকটি নট। 

যে বাড়িতে লিভ-ইন করে সেখানে কয়েকমাস আগেই ভূতের উপদ্রব দেখা গিয়েছিল। সেই নিয়ে বিস্তর জলঘোলাও হয়। এখন নাকি সেই ফ্ল্যাট থেকে নেতিবাচক শক্তি চলে গিয়েছে। তাই নায়ক ও নায়িকাকে আর কেউ বিরক্ত করার নেই। শোনা যাচ্ছে, আগামী বছর নাকি নায়িকাকে বিয়ে করবেন 'জয়' নায়ক। কবে সেই শুভদিনের ঘোষণা হয়, সেই দিকেই তাকিয়ে তাঁর ভক্ত-অনুরাগীরা। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement