Advertisement

Chandrayee Ghosh: এলো চুলে বিছানায় শুয়ে চান্দ্রেয়ী, গলার কীসের ট্যাটু? অবাক নেটপাড়া

Chandrayee Ghosh: টলিউড ও টেলিভিশন জগতে দারুণভাবে পরিচিত চান্দ্রেয়ী ঘোষ। নয় নয় করে তিনি কাটিয়ে দিলেন এই ইন্ডাস্ট্রিতে ২১-২২ বছর। টেলিভিশনে তিনি পরিচিতি পেলেও বড়পর্দায় সেভাবে চান্দ্রেয়ী তাঁর পা জমাতে পারেননি। বরাবরই ডোন্ট কেয়ার স্বভাবের চান্দ্রেয়ী সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। প্রায়ই নিজের বোল্ড অবতারের ছবি সোশ্যালে পোস্ট করে থাকেন।

চান্দ্রেয়ী ঘোষ ছবি সৌজন্যে: ইনস্টাগ্রামচান্দ্রেয়ী ঘোষ ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jun 2024,
  • अपडेटेड 7:33 PM IST
  • টলিউড ও টেলিভিশন জগতে দারুণভাবে পরিচিত চান্দ্রেয়ী ঘোষ।

টলিউড ও টেলিভিশন জগতে দারুণভাবে পরিচিত চান্দ্রেয়ী ঘোষ। নয় নয় করে তিনি কাটিয়ে দিলেন এই ইন্ডাস্ট্রিতে ২১-২২ বছর। টেলিভিশনে তিনি পরিচিতি পেলেও বড়পর্দায় সেভাবে চান্দ্রেয়ী তাঁর পা জমাতে পারেননি। বরাবরই ডোন্ট কেয়ার স্বভাবের চান্দ্রেয়ী সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। প্রায়ই নিজের বোল্ড অবতারের ছবি সোশ্যালে পোস্ট করে থাকেন। সম্প্রতি সেরকমই একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। যা নেটপাড়ায় আগুন ধরিয়ে দিয়েছে। 

বিছানায় শুয়ে সেলফি নিয়েছেন চান্দ্রেয়ী। রবিবাসরীয় দুপুরে এই সেলফি রীতিমতো ঘাম ঝরানো। লালচে ওয়েভি চুল খোলা, কাজল কালো চোখ তাঁকে আরও মোহময়ী করে তুলেছে। তবে নজর কেড়েছে চান্দ্রেয়ীর গলার কাছে থাকা ট্যাটু। উর্দুতে কিছু লেখা রয়েছে। এই ছবি সোশ্যালে পোস্ট করে ক্যাপশনে লেখা ক্যারামেল অ্যান্ড সি সল্ট। সত্যিই তাই অভিনেত্রীর এই দুষ্টু-মিষ্টি ছবি নেট পাড়ার ঘুম উড়িয়ে দিয়েছে। এই ছবি পোস্ট করতেই লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও চান্দ্রেয়ী তাঁর বোল্ড অবতারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। 

দু বছর আগে চান্দ্রেয়ীর কমলা বিকিনি পরা ছবি দারুণ চর্চিত হয়েছিল। চোখে রোদ চশমা। পরনে গেরুয়া বিকিনি। উরুতে কায়দা করে রাখা টুপি। পায়ে আঁকা পাখির ট্যাটু। সুইমিং পুলের সামনে আরাম কেদারায় শুয়ে রয়েছেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। এই ছবি রীতিমতো নেট দুনিয়ায় উষ্ণতা বাড়ায়। চান্দ্রেয়ীর গলা ও পা ছাড়াও হাতেও রয়েছে ট্যাটু। মৈনাক ভৌমিকের 'চিনি' ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষকে। 'দময়ন্তী' ওয়েব সিরিজে 'মুনিয়া রায়' এবং 'মন্টু পাইলট' ওয়েব সিরিজে 'বিবিজান'-র ভূমিকায় নজর কাড়েন তিনি। সিনেমা, ওয়েব সিরিজের পাশাপাশি টেলিভিশন দুনিয়াতেও যথেষ্ট পরিচিত মুখ চান্দ্রেয়ী ঘোষ।

নেগেটিভ চরিত্রেই বেশি দেখা যায় চান্দ্রেয়ীকে। গৌরী এল সিরিয়ালে তাঁর নেতিবাচক চরিত্র শৈল মা দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় হয়। এখনও সিঙ্গল চান্দ্রেয়ী। প্রেমে বহুবার পড়লেও কোনও সম্পর্কই পরিণতি পায়নি। চান্দ্রেয়ীর মতে, ভাল থাকতে গেলে ২৪ ঘণ্টা একসঙ্গে থাকলে হবে না। সাত দিনে অন্তত দু’দিন আলাদা থাকলে সম্পর্ক ভাল থাকে। নিজের মতো করে জীবনকে পরিচালনা করতে ভালবাসেন চান্দ্রেয়ী। কাজ, কেরিয়ার আর সেলফ লাভ এই নিয়েই দিব্যি চলছে অভিনেত্রীর জীবন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement