Advertisement

Rupsa Chatterjee Pregnant: 'জুনিয়র আসছে'! বিয়ের দেড় মাসের মধ্যেই সুখবর দিলেন রূপসা- সায়নদীপ

Rupsa Chatterjee Pregnant: মা হতে চলেছেন টেলি নায়িকা রূপসা চট্টোপাধ্যায়। বিয়ের মাস দেড়েকের মাথায় সকলের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের কথা জানালেন অভিনেত্রী। শেয়ার করলেন একগুচ্ছ আদুরে ছবি। 

রূপসা- সায়নদীপ (ছবি: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Nov 2024,
  • अपडेटेड 8:23 PM IST

দীপাবলিতে সুখবর দিয়েছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। জুটির কোল আলো করে এসেছে কন্যা সন্তান। রাস পূর্ণিমার আগে শিশু দিবসের দিন ফের সুখবর এলো টলিপাড়া থেকে। মা হতে চলেছেন টেলি নায়িকা রূপসা চট্টোপাধ্যায়। বিয়ের মাস দেড়েকের মাথায় সকলের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের কথা জানালেন অভিনেত্রী। শেয়ার করলেন একগুচ্ছ আদুরে ছবি। 

মা- বাবা হতে চলেছেন রূপসা- সায়নদীপ। সামনে টেবিলের উপর রাখা গোলাপী- নীল রঙা বেলুন, জুতো, ছোট বাচ্চার নানা সামগ্রী। মম-টু-বি-এর হাতে ধরা বেবি থিমের কেক। হবু মা- বাবা বিশেষ ঘোষণা করার আগে উদযাপনে মেতেছেন পরিজনদের সঙ্গে। সেই সেলিব্রেশনের টুকরো ছবি তুলে ধরেছেন সকলের সঙ্গে। সঙ্গে লিখেছেন, 'জুনিয়র আসছে'। সুখবর পেতেই কমেন্ট বক্স ভরেছে শুভেচ্ছাবার্তায়।  

 

দেবীপক্ষে, গত ৩ অক্টোবর সায়নদীপ সরকারের সঙ্গে বিয়ে সেরেছেন রূপসা চট্টোপাধ্যায়। আশ্বিন মাসে সাধারণত হিন্দু- বাঙালিদের বিয়ে হয় না। সেজন্যে অবাক হয়েছিলেন সকলে। সেই সময় জুটি জানান, ব্রাহ্মণের থেকে বিশেষ তারিখ নিয়ে পাকা হয়েছিল জুটির বিয়ের তারিখ। লক্ষ্মীপুজো কাটিয়ে সিকিমে মধুচন্দ্রিমা সেরে এসেছেন দম্পতি। সোশ্যাল পেজ জুড়ে রয়েছে তাঁদের হানিমুনের একগুচ্ছ ছবি- ভিডিও। 

আশ্বিন মাসে বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী আগে সংবাদমাধ্যমকে বলেন, "অনেকগুলো কাজ বাকি রয়েছে। সেগুলো সারতে হবে। আমার শাশুড়ির পায়ে একটা অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। সেটা প্রথমে নভেম্বর মাসে হওয়ার কথা ছিল। কিন্তু পায়ের অবস্থা খুব খারাপ হওয়ায় সেই অস্ত্রোপচার আগেই করতে হবে। তাই বিয়ের তারিখও এগিয়ে আনতে হল। কারণ অস্ত্রোপচার হওয়ার পরে বিয়ে করলে, তিনি কোনও ভাবেই যোগ দিতে পারবেন না। এটা একটা অন্যতম কারণ বিয়ের তারিখ এগিয়ে আনার। আমরা পুরোহিতের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিই। কিছু বিশেষ দিন পঞ্জিকাতেই পাওয়া যায়। তাড়াহুড়ো থাকলে এই তারিখে বিয়ের ব্যবস্থা করা হয়। দেখা যায় মহালয়ার পরের দিন অর্থাৎ প্রতিপদেই একটা ভাল দিন রয়েছে।" 

Advertisement

সোশ্যাল মিডিয়ায় খুললেই দেখা যায় জুটির নানা আদরমাখা মুহূর্ত। সই-সাবুদের পর সামাজিক বিয়ের আসর বসে ঠাকুরপুকুরের একটি বেঙ্কোয়েট হলে। বিয়ের জন্যে মেরুন রঙা বেনারসির লেহেঙ্গা বেছে নিয়েছিলেন কনে, সঙ্গে ছিল গা ভর্তি সোনার গয়না। মাথায় ছিল শোলার মুকুট, হাতে গাছকৌটো, মুখে লাজুক হাসি। বিয়ের দিন মেনুতে বাঙালি পদ থাকলেও, রিসেপশনের খাবার ও পোশাকে ছিল পশ্চিমী ছোঁয়া। 

প্রসঙ্গত, প্রায় বছর দুয়েক আগে আলাপ হয় সায়নদীপ- রূপসার। এরপর বন্ধুত্ব ধীরে ধীর আরও গভীর হয়। বিনোদন নয়, কর্পোরেট দুনিয়ার সঙ্গে যুক্ত রূপসার বর। সালকিয়াতে নতুন ফ্ল্যাট কিনেছেন সায়ন। সে নতুন বাড়িতেই নিজেদের সংসার পেতেছেন জুটি। ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি, দুই পরিবার মেতেছিল উদযাপনে। গঙ্গার ধারে এক হোটেলে বসেছিল রূপসা- সায়নদীপের এনগেজমেন্ট পার্টি। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement