সোশ্যাল মিডিয়ায় হঠাৎই এক ছবি ঘিরে হৈচৈ। কোনও মানুষ নাকি দেবী মূর্তি, চেনার উপায় নেই। এতটাই সূক্ষ্ম রূপটান, এক ঝলকে যে কেউ দেখে ভাববে, দেবী কালী। পরে অবশ্য ক্যাপশনের দিকে চোখ গেলে বোঝা যায়, এক অভিনেত্রীকে এভাবে সাজিয়েছেন রূপটান শিল্পী। কমেন্ট বক্সে প্রশংসায় ভরিয়েছেন অনুগামী থেকে শুরু করে, নেটিজেনরা। কে চিনতে পারছেন?
গায়ের রং মিশমিশে কালো, গা ভর্তি সোনালী- রুপোলী গয়না,কপালে ত্রিনয়ন, কালো লম্বা কোঁচকানো চুল, টকটকে লাভ জিভ বের করা, মাথায় বড় মুকুট। একেবারে যেন দেবী কালী। এভাবেই টলিপাড়ার এক অত্যন্ত চেনা মুখকে সাজিয়ে তুললেন মেকআপ আর্টিস্ট মুক্তি রায়। নিজের সোশ্যাল পেজ থেকে ছবিটি শেয়ার করেছেন তিনি। কালী রূপে এই অভিনেত্রী হলেন শ্রুতি দাস। ছবিটি যদিও আগের। দেবী ভবতারিণী রূপে সেজেছিলেন তিনি।
কখনও গায়ের রং তো কখনও চরিত্র, বারবার ট্রোলিংয়ের স্বীকার হয়েছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শ্রুতি দাস। এমনকী বাদ যায়নি পরিচালক- প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে তাঁর সম্পর্ক- বিয়ে নিয়ে আলোচনাও। তবে 'কেয়ার নট অ্যাটিটিউট' রেখে, নিন্দুকদের মুখে ছাই ঘষে দেওয়া যায়, সেটাই বারবার বুঝিয়ে দিয়েছেন 'রাঙা বউ'-র পাখি। কাটোয়া থেকে স্টুডিও পাড়ায় পা রাখার জার্নিটা মোটেও সহজ ছিল না।
প্রসঙ্গত, ২০২০ সালে 'ত্রিনয়নী' ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশন দুনিয়ায় হাতে খড়ি হয় শ্রুতি দাসের। এরপর তাঁকে দেখা যায় 'দেশের মাটি'-তে নোয়া চরিত্রে। এরপর মাঝে কিছুদিন সময়টা একটু কঠিন হলেও, 'রাঙা বউ' ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে ফিরে ফের সকলের মন জয় করেন অভিনেত্রী। কেরিয়ারের অনিশ্চয়তা নিয়ে একাধিকবার আবেগঘন পোস্ট করেছেন টেলি নায়িকা।
তবে চলতি বছরে বড় পর্দায় পা রাখেন শ্রুতি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি 'আমার বস'-এ বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাঁকে। এরপর 'ডাইনী' ওয়েব সিরিজে অভিনয় করে সকলের মন ফের জয় করেছেন শ্রুতি। 'ছায়াসঙ্গী' সিরিজেও তাঁর কাজ বেশ প্রশংসিত। একের পর এক ভাল কাজ করে বারবার নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন নায়িকা। হাতে রয়েছে আরও বেশ কয়েকটি কাজ।