Advertisement

নতুন জটায়ু জল্পনা! নতুন লালমোহন কি তবে অভিজিৎ গুহ?

সপ্তাহ খানেক আগে নতুন ফেলুদা কে হবেন তা নিয়ে টলি পাড়ায় জল্পনা-কল্পনা চলছিল। টোটা রায়চৌধুরী, আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যদের মাঝে হঠাৎ করেই একেবারে শীর্ষে উঠে আসে ইন্দ্রনীল সেনগুপ্ত-র নাম। তবে এ নিয়ে পরিচালক সন্দীপ রায় বা প্রযোজনা সংস্থা SVF-এর তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। এর মধ্যে নতুন করে জটায়ু-জল্পনা শুরু হয়েছে।

অভিজিৎ গুহ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 May 2022,
  • अपडेटेड 12:09 PM IST

সপ্তাহ খানেক আগে নতুন ফেলুদা কে হবেন তা নিয়ে টলি পাড়ায় জল্পনা-কল্পনা চলছিল। টোটা রায়চৌধুরী, আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যদের মাঝে হঠাৎ করেই একেবারে শীর্ষে উঠে আসে ইন্দ্রনীল সেনগুপ্ত-র নাম। তবে এ নিয়ে পরিচালক সন্দীপ রায় বা প্রযোজনা সংস্থা SVF-এর তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। এর মধ্যে নতুন করে জটায়ু-জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে এ বার 'লালমোহন বাবু'র জুতোয়া পা গলাতে পারেন টলিউডের অভিনেতা পরিচালক অভিজিৎ গুহ।

আইকনিক এই চরিত্রে সন্তোষ দত্ত-র পর বহু দুঁদে অভিনেতা পা গলিয়েছেন। তালিকায় রয়েছেন রবি ঘোষ অনুপ কুমারের মতো অভিনেতা। পরবর্তীকালে বিভু ভট্টাচার্য বেশ কয়েকটি ছবিতে সাফল্যের সঙ্গে চরিত্রে অভিনয় করেছেন। তার পর দীর্ঘ দিন ফেলুদা বড় স্ক্রিন থেকে বিরতি নিয়েছিল। মাঝে বাদশাহী আংটি এলেও তাতে লালমোহন বাবু ছিলেন না। পরবর্তীকালে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় জটায়ুর ভূমিকায় ভীষণ মানানসই অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। শুধু অভিনয় নয়, তার সঙ্গে ম্যানারিজমও দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন স্ক্রিনে।

সকলেই ভেবেছিলেন ফেলুদা নিয়ে সাসপেন্স থাকলেও জটায়ু নিয়ে সাসপেন্সের আর অবকাশ কোথায়! দীর্ঘ দিন পর বাঙালি মনমতো জটায়ু পেয়ে গিয়েছে। সুতরাং জটায়ুর চরিত্রে শিল্পী কে তা নিয়ে কোনও প্রশ্ন দর্শকদের মনে অন্তত ছিল না। এখানেই যাকে বলে গোয়েন্দা গল্পের জব্বর মোচর অপেক্ষা করছিল। হঠাৎ করেই নতুন জটায়ু হিসাবে পরিচালক-অভিনেতা অভিজিৎ গুহ-র নাম উঠে আসছে।

গড়নে-বলনে তিনি জটায়ু-র ভূমিকায় মানানসই তা নিয়ে সন্দেহ নেই। অভিনেতা হিসাবেও তিনি কতটা দক্ষ তা বাঙালি দর্শক মাত্রেই জানবেন। শেষ পর্যন্ত কী হয় তা জানতে যবনিকা উত্তোলনের অপেক্ষায় রয়েছেন সকলে।

 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement