ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস (Covid)। এর নতুন ভেরিয়েন্ট JN.1-র প্রকোপ বাড়ছে ক্রমশ। দেশের নানা রাজ্যে এই ভেরিয়েন্টের হদিশ মিলছে। সোমবার কর্ণাটকে এতে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। তার মধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের। জানা যায়, এই ৩৪ জনের নাম এখনও পর্যন্ত সরকারিভাবে জানা গেছে। আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে।
অন্যদিকে কেরলেও বাড়ছে আক্রান্তর সংখ্যা। সেই রাজ্যে সোমবার ১১৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। কর্ণাটক স্বাস্থ্য ও পারিবারিক কল্যাণ বিভাগের তরফে জানা যায়, সেই রাজ্যে JN.1 ভেরিয়েন্টের মোট ৩৪টি কেস সামনে এসেছে। আক্রান্তদের মধ্যে ২০ জন বেঙ্গালুরুর বাসিন্দা।
কেরলে গত ২৪ ঘন্টায় ১১৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে সেই রাজ্যে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১,৭৪৯ জন। যদিও গত ২৪ ঘণ্টায় সেই রাজ্যে কোনও মৃত্যুর ঘটনা সামনে আসেনি।
প্রসঙ্গত, JN.1 সাব-ভেরিয়েন্টের প্রথম সন্ধান মেলে অগাস্ট মাসে। বিজ্ঞানীদের মতে, এই ভাইরাস BA.2.86 থেকে তৈরি হয়েছে। ২০২২ এর শুরুর দিতে BA.2.86 ভেরিয়েন্ট বহুলভাবে ছড়িয়েছিল। যদিও পরে তা নিয়ন্ত্রণে আসে।
বিশেষজ্ঞদের দাবি,JN.1 এমন এক ভেরিয়েন্ট যা দ্রুত হারে ছড়াচ্ছে। এই ভেরিয়েন্ট মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারের এক প্রতিবেদন অনুযায়ী, কোভিডের এই ভেরিয়েন্টের বিস্তারের কারণে চিনে ব্যাপক হারে প্রাণহানির খবর মিলেছে। সূত্রের দাবি, পরিস্থিতি এতটাই খারাপ যে শ্মশানগুলিতেও ক্রমেই চাপ বাড়তে শুরু করেছে। এ যেন একেবারে ২০২০ সালের কোভিডের প্রথম ওয়েভের মতো পরিস্থিতি ফিরে আসছে। সূত্রের খবর, বর্তমানে চিনে করোনার ১,১৮,৯৭৭টি পজিটিভ কেস রয়েছে। এর মধ্যে ৭,৫৫৭টি কেস খুবই গুরুতর। তবে চিন কোভিডের কারণে মৃত্যুর সঠিক সংখ্যা প্রকাশ করেনি বলে দাবি করা হচ্ছে।