মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপির দেবেন্দ্র ফডণবীশ।
যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন একনাথ শিন্ডে।
মহারাষ্ট্রে নতুন সরকারে উপমুখ্যমন্ত্রী করা হয়েছে অজিত পওয়ারকেও।
মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান কার্যত ছিল চাঁদের হাট। যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুধু রাজনৈতিক নেতারা নন, মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে জৌলুস এনে দিলেন বলি তারকারা।
শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শাহরুখ খান।
ফডণবীশের শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন সলমন খানও।
শপথ অনুষ্ঠানে দ্যুতি বাড়িয়েছেন মাধুরী দিক্ষীত। ছিলেন বিদ্যা বালনও।
শপথ অনুষ্ঠানে যোগ দেন রণবীর কাপুর ও রণবীর সিংও।
শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সচিন তেণ্ডুলকরও। এছাড়াও ছিলেন জাহ্নবী কাপুর, অর্জুন কাপুরও।