Advertisement

Anantnag Encounter: অনন্তনাগে সেনা-জঙ্গিদের মধ্যে গুলির লড়াই, শহীদ এক কর্নেল সহ ৩ অফিসার

Anantnag Encounter: বুধবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই হয়েছে। জেলার কোকেরনাগ হালুড়া গান্ডুল এলাকায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গোলাগুলি চলছে। রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং কর্নেল এবং জম্মু ও কাশ্মীর পুলিশের ডিএসপি সহ তিন অফিসার শহীদ হয়েছেন।

অনন্তনাগ জেলার কোকেরনাগ হালুড়া গান্ডুল এলাকায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গোলাগুলি চলছে।
Aajtak Bangla
  • নয়া দিল্লি,
  • 13 Sep 2023,
  • अपडेटेड 8:52 PM IST
  • বুধবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই হয়েছে।
  • এলাকায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গোলাগুলি চলছে।
  • রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং কর্নেল এবং জম্মু ও কাশ্মীর পুলিশের ডিএসপি সহ তিন অফিসার শহীদ হয়েছেন।

Anantnag Encounter: বুধবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই হয়েছে। জেলার কোকেরনাগ হালুড়া গান্ডুল এলাকায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গোলাগুলি চলছে। রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং কর্নেল এবং জম্মু ও কাশ্মীর পুলিশের ডিএসপি সহ তিন অফিসার শহীদ হয়েছেন।

আধিকারিকরা জানিয়েছেন যে, কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এক সেনা কর্নেল সহ তিনজন নিরাপত্তা বাহিনীর অফিসার শহীদ হয়েছেন। তিনি বলেন, কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস, জম্মু ও কাশ্মীর পুলিশের ডিএসপি হুমায়ুন ভাট জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হন। এরপর অতিরিক্ত রক্তক্ষরণে তিনজনেরই মৃত্যু হয়।

অনন্তনাগের কোকারনাগের হালুরা গান্ডুল এলাকায় গুলির লড়াই
সেনা সূত্রে খবর, পুলিশ এবং সেনাবাহিনীর একটি যৌথ দল অনন্তনাগের কোকারনাগের হালুরা গান্ডুল এলাকায় একটি তল্লাশি অভিযান শুরু করে গোটা এলাকা ঘিরে ফেলেছে। যৌথ বাহিনী সন্দেহজনক এলাকার দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে লুকিয়ে থাকা জঙ্গিরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় যৌথ বাহিনীর জওয়ানরাও। গোলাগুলির সময় একজন সেনা কর্তা ও একজন পুলিশ কর্তা গুলিবিদ্ধ হন। আহত দুজনকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

জঙ্গিদের গতিবিধির খবরে অভিযান শুরু হয়
মঙ্গলবার সন্ধ্যায় গাদোল এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু হলেও রাতে তা প্রত্যাহার করা হয়। সেনা সূত্রে খবর, জঙ্গিদের একটি গোপন আস্তানায় দেখা গেছে, এমন তথ্য পাওয়ার পরে আজ সকালে আবার অভিযান শুরু হয়। কর্নেল মনপ্রীত সিং তাঁর দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জঙ্গিদের ওপর হামলা চালান। তবে জঙ্গিরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তিনি গুরুতর জখম হন, শহীদ হন।

রাজৌরিতে খতম দুই জঙ্গি
এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় জম্মুর রাজৌরি জেলায় সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই চলে। ওই এনকাউন্টারে দুই জঙ্গি খতম হয়েছে। রাজৌরি এনকাউন্টার সম্পর্কে, এডিজিপি জম্মু মুকেশ সিং বলেন যে, মঙ্গলবার সন্ধ্যায় প্রথম জঙ্গি এবং বুধবার দ্বিতীয় জঙ্গি খতম হয়েছে। এরপর গভীর রাতে গোলাগুলি বন্ধ হয়ে যায়। বুধবার সকালে ফের অভিযান শুরু হয়, যাতে সেনাবাহিনী সফল হয়। তবে রাজৌরি এনকাউন্টারে একজন সেনা জওয়ানও শহীদ হয়েছেন। এ ছাড়া পুলিশের এসপিওসহ তিনজন আহত হয়েছেন।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement