Advertisement

Chandrayaan 3: সামনেই বিশাল চাঁদ দেখতে কেমন লাগে? চন্দ্রযান ৩ পাঠাল ঝকঝকে ছবি

ভারতের তৃতীয় মানববিহীন চন্দ্রাভিযান সাফল্য থেকে খুব বেশি দূরে নেই। তারইমধ্যে চন্দ্রযান ৩ চাঁদের খুব কাছে পৌঁছে গিয়েছে। সেখান থেকেই চাঁদের ঝকঝকে বিশাল ছবি পাঠিয়েছে। ছবিতে চাঁদের গায়ের বিশাল গর্তগুলো দেখা যাচ্ছে। ছবিটি ৫ অগাস্ট তোলা। চাঁদের কক্ষপথে পৌঁছনোর পর এটি দ্বিতীয় ছবি।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 10 Aug 2023,
  • अपडेटेड 1:03 PM IST
  • ভারতের তৃতীয় মানববিহীন চন্দ্রাভিযান সাফল্য থেকে খুব বেশি দূরে নেই।
  • তারইমধ্যে চন্দ্রযান ৩ চাঁদের খুব কাছে পৌঁছে গিয়েছে।
  • সেখান থেকেই চাঁদের ঝকঝকে বিশাল ছবি পাঠিয়েছে।

ভারতের তৃতীয় মানববিহীন চন্দ্রাভিযান সাফল্য থেকে খুব বেশি দূরে নেই। তারইমধ্যে চন্দ্রযান ৩ চাঁদের খুব কাছে পৌঁছে গিয়েছে। সেখান থেকেই চাঁদের ঝকঝকে বিশাল ছবি পাঠিয়েছে। ছবিতে চাঁদের গায়ের বিশাল গর্তগুলো দেখা যাচ্ছে। ছবিটি ৫ অগাস্ট তোলা। চাঁদের কক্ষপথে পৌঁছনোর পর এটি দ্বিতীয় ছবি।

ছবিটি মহাকাশযানটিতে থাকা ল্যান্ডার হরাইজন্টাল ভেলোসিটি ক্যামেরা (LHVC) থেকে তোলা। এই ক্যামেরা, ল্যান্ডার ইমেজার (LI) সহ, আহমেদাবাদের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার এবং বেঙ্গালুরুতে ইলেক্ট্রো-অপ্টিক্স সিস্টেমের ল্যাবরেটরিতে তৈরি হয়েছে।

এর আগে ১৪ জুলাই চন্দ্রযান ৩ লঞ্চের দিনে পৃথিবীর একটি ছবি তুলেছিল ওই ক্যামেরা। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের  (ইসরো) চন্দ্রযান-৩ মিশন এখন অবতরণের অপেক্ষা করছে। মহাকাশযানটি বর্তমানে তার কক্ষপথে প্রবেশ করার পর চাঁদের কাছাকাছি চলে যাচ্ছে। ৯ আগস্ট পর্যন্ত চন্দ্রযান ৩ চাঁদের পৃষ্ঠ থেকে মাত্র ১,৪৩৭ কিমি দূরে ছিল।


মিশনের প্রাথমিক উদ্দেশ্য হল, চাঁদের পৃষ্ঠে নিরাপদে অবতরণ করা এবং চাঁদের গঠন সম্পর্কে আরও জানতে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার একটি সিরিজ পরিচালনা করা। সফল হলে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং চিনের পাশাপাশি চাঁদে অবতরণের রেকর্ড তৈরি করবে। মহাকাশযানটি ২৩ অগাস্ট চন্দ্র পৃষ্ঠে নামবে বলে আশা করা হচ্ছে।
এটি শুধুমাত্র মহাকাশযানের প্রযুক্তিগত ক্ষমতা প্রদর্শন করে না বরং চাঁদের পৃষ্ঠের জটিল বিবরণের একটি আভাসও প্রদান করে, ভবিষ্যতে আন্তঃগ্রহের মিশনের জন্য পথ প্রশস্ত করে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement