আরও একবার স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে (এসবিআই) ধমক দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার নির্বাচনী বন্ড মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ জানায়, এসবিআইয়ের জমা দেওয়া নথি অসম্পূর্ণ। সেই সঙ্গে সম্পূর্ণ তথ্য জমা দেওয়ার নির্দেশ দেয়।
এ দিন ভারতের নির্বাচন কমিশন আদালতে জানায়, মুখবন্ধ খামে তারা নথি জমা দিয়েছে। তাই তা প্রকাশ্যে আনার জন্য ওই কপি দরকার। এ নিয়ে সুপ্রিম কোর্ট বলে,বন্ডের নম্বরও জানাতে হবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে আদালতের নির্দেশ, সিল করা তথ্যের একটি স্ক্যান কপি আগামিকাল বিকেল ৫টার মধ্যে নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করতে হবে।
ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি সঞ্জীব খান্না, বিআর গাভাই, জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত পাঁচ বিচারপতির বেঞ্চ বলেছে, ১১ মার্চের আদালতের নির্দেশ মেনে চলেনি এসবিআই। ব্যাঙ্ককে নির্বাচনী বন্ড সম্পর্কিত সমস্ত তথ্য প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল, যা সম্পূর্ণরূপে পালন করা হয়নি।
সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চ নির্দেশ দিয়েছে, নির্বাচনী বন্ড সম্পর্কিত সমস্ত তথ্য - ক্রয়ের তারিখ, ক্রেতার নাম, মূল্য-সহ জমা দিতে হবে। উল্লেখ্য, SBI নির্বাচনী বন্ড নম্বর (আলফা নিউমেরিক নম্বর) প্রকাশ করেনি। আদালত এসবিআইকে সব ধরনের তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছে।
এর আগে, সুপ্রিম কোর্টের ভর্ৎসনায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) নির্বাচন কমিশনের কাছে নির্বাচনী বন্ডের তথ্য হস্তান্তর করেছিল। তার পর নির্বাচন কমিশন SBI থেকে প্রাপ্ত নির্বাচনী বন্ড সম্পর্কিত তথ্য ওয়েবসাইটে আপলোড করেছে। নির্বাচন কমিশন ওয়েবসাইটে যে তথ্য দিয়েছে, তাতে ২০১৯ সালের ১২ এপ্রিল থেকে ১০০০ টাকা থেকে ১ কোটি টাকার নির্বাচনী বন্ড কেনার (এই বন্ডগুলি এখন মেয়াদ শেষ হয়ে গেছে) সম্পর্কিত তথ্য দেওয়া হয়েছে। এতে যে সব কোম্পানি ও ব্যক্তি নির্বাচনী বন্ড কিনেছিলেন, তাদের বিবরণ দেওয়া হয়েছে। এই নির্বাচনী অনুদান কোন দলগুলিকে দেওয়া হয়েছে, সেই তথ্যও রয়েছে।