ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৩-র (India Today Conclave 2023) আজ দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (EAM S Jaishankar)। এই মঞ্চ থেকে তিনি চিন (China) ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট করে দেন। সীমান্ত চুক্তি লঙ্ঘন হলে চিনের সঙ্গে ভারতের সম্পর্ক (India-China Relation) যে স্বাভাবিক থাকবে না সেটাও পরিষ্কার করে দিয়েছেন বিদেশমন্ত্রী। তিনি বলেন, 'সীমান্ত চুক্তি লঙ্ঘন হলে চিনের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক থাকবে না। কিছু নির্দিষ্ট এলাকায় টহল দেওয়ার বিষয়ে পারস্পরিক সম্মত হতে হবে। ১৯৭০-এর দশকে আমরা এমন এলাকা বেছে নিয়েছিলাম, যেখানে আমরা টহল দিতাম না।'
চিনের সঙ্গে সীমান্ত বিবাদ অত্যন্ত চ্যালেঞ্জিং পর্যায় বলে মন্তব্য করলেন বিদেশমন্ত্রী। এস জয়শঙ্কর বলেন, 'চিনের পরিস্থিতি খুবই ঠুনকো এবং পরিস্থিতি খুবই চ্যালেঞ্জিং। আপনি চুক্তি লঙ্ঘন করতে পারবেন না এবং ভান করতে পারবেন না যে সবকিছু স্বাভাবিক রয়েছে।'
আরও পড়ুন: Home Minister Amit Shah Comment on Rahul Gandhi: রাহুলের গুরুত্ব কি বিজেপি বাড়াচ্ছে? যা বললেন শাহ
সম্প্রতি বিদেশে গিয়ে চিনের প্রশংসা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁরও সমালোচনা করেছেন জয়শঙ্কর। ভারতের বিদেশমন্ত্রী বলেছেন, 'এর অনেকটাই রাজনীতি। আমি ভারতের একজন নাগরিক হিসেবে চিন্তিত হয়ে পড়ি যখন আমি কাউকে চিন নিয়ে আবোলতাবোল বকতে দেখি। চিনের জন্য রাহুল গান্ধীর একটি শব্দ হল সম্প্রীতি এবং ভারতের জন্য তা বিরোধ।'
লস অ্যাঞ্জেলেসের প্রাক্তন মেয়র এরিক গারসেটি মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ভারতে আসছেন। বুধবার মার্কিন সিনেট তাঁর নাম নিশ্চিত করেছে। যদিও ভারতের সিএএ নিয়ে তিনি আগে সমালোচনা করেছিলেন। এই বিষয়ে জয়শঙ্কর মুখ খুলেছেন। তিনি বলেন, 'আমি সারা বিশ্বে গিয়েছিলাম এবং তাঁদের বলেছিলাম আপনার দেশের নাগরিকত্বের মানদণ্ড দেখুন। আপনি যদি ইউরোপের দিকে তাকান, তবে জার্মানদের জন্য দ্রুত নাগরিকত্ব পাওয়ার পথ রয়েছে। অনেক ক্ষেত্রে, যারা নির্যাতিত হয়, তাদের কোথাও যাওয়ার জায়গা না থাকলে ভারতে জায়গা হয়। এই নির্দিষ্ট বাস্তবতা সবাই জানে। ওনাকে ভালবেসে বুঝিয়ে দেব।'