Advertisement

India Today Conclave 2024: জুসের দোকানে শুরু প্রেম, সুধার মন জয়ে এই হিন্দি গান গাইতেন ইনফোসিস কর্তা

India Today Conclave 2024: কর্পোরেট ওয়ার্ল্ড ও সফলতা নিয়ে কথা বলার পাশাপাশি নায়ারণ মূর্তি ফিরে গিয়েছিলেন তাঁর পুরনো দিনগুলোতে। যেখানে তিনি সুধা মূর্তির সঙ্গে দেখা করার কথা জানান। নারায়ণ মূর্তি জানান যে তিনি তাঁর স্ত্রী সুধার সঙ্গে পুনের একটি জুসের দোকানে দেখা করতেন এবং সুধার জন্য তিনি গাইতেন

নারায়ণ ও সুধা মূর্তি কনক্লেভ মঞ্চে
Aajtak Bangla
  • দিল্লি,
  • 15 Mar 2024,
  • अपडेटेड 2:10 PM IST
  • ইনফোসিস জন্মের সঙ্গে যুক্ত রয়েছে যে দুটি নাম তাঁরা হলেন নারায়ণ মূর্তি ও তাঁর স্ত্রী সুধা মূর্তি।

ইনফোসিস জন্মের সঙ্গে যুক্ত রয়েছে যে দুটি নাম তাঁরা হলেন নারায়ণ মূর্তি ও তাঁর স্ত্রী সুধা মূর্তি। কর্পোরেট দুনিয়ায় খ্যাতনামা এই দুই ব্যক্তিত্ব নিজেদের ভালোবাসার গল্প শোনালেন India Today Conclave 2024-এর মঞ্চে। প্রসঙ্গত, ১৫ মার্চ শুক্রবরার থেকে দিল্লিতে শুরু হয়েছে দুদিনের কনক্লেভ। আর প্রথম দিনের সেশনে আসেন ইনফোসিস-এর প্রতিষ্ঠাতা ও তাঁর স্ত্রী। 

কর্পোরেট ওয়ার্ল্ড ও সফলতা নিয়ে কথা বলার পাশাপাশি নায়ারণ মূর্তি ফিরে গিয়েছিলেন তাঁর পুরনো দিনগুলোতে। যেখানে তিনি সুধা মূর্তির সঙ্গে দেখা করার কথা জানান। নারায়ণ মূর্তি জানান যে তিনি তাঁর স্ত্রী সুধার সঙ্গে পুনের একটি জুসের দোকানে দেখা করতেন এবং সুধার জন্য তিনি গাইতেন দেব আনন্দের ১৯৬১ সালের হিট ছবি হাম দোনো সিনেমার 'অভি না যাও ছোড় কর'। নারায়ণ মূর্তি বলেন, 'সেই দিনগুলো দারুণ ছিল। আমি সবেমাত্র ফ্রান্স থেকে ফিরেছি আর কিছুটা বোহেমিয়ার মতো জীবন কাটাচ্ছি। আমার তখন দুনিয়াদারি নিয়ে কোনও চিন্তাভাবনা ছিল না এবং আমি তখন একটা এনজিওতে যোগ দিয়েছিলাম। আমি যেদিন সুধার সঙ্গে দেখা করি, আমার মনে হয়েছিল আমার প্রায়ই তার সঙ্গে দেখা করা উচিত। আমরা পুনের দর্শন নামে এক জুসের দোকানে দেখা করতাম আর সেখানে সুধা অর্ডার করত খুব বড় গ্লাসের কমলা লেবুর জুস আর আমি অর্ডার করতাম কলার মিল্কশেক। আমরা বসে গল্প করতাম আর একবার করে বলতাম অভি না যাও ছোড় কর, দিল অভি ভরা নেহি।' 

কেন সুধা মূর্তিকে ভাল লেগেছিল ইনফোসিস কর্তার? এ প্রসঙ্গে নারায়ণ মূর্তি বলেন, 'সুধা ছিল প্রাণোচ্ছলে ভরপুর, সঙ্গে আত্মবিশ্বাস এবং কথা বলতে পারদর্শী। আমি জানতাম যে সুধাকে মুগ্ধ করতে পারবে আমার আকর্ষণীয় বইগুলি, কারণ সুধা বই পড়তে ভালোবাসে।' এই সেশনেই নারায়ণ ও সুধা মূর্তি বিবাহিত দম্পতিদের উদ্দেশ্যেও পরামর্শ দেন। বর্তমান দম্পতিদের সুধা মূর্তির পরামর্শ, 'আমি রেগে গেলে, নারায়ণ চুপ থাকে। মূর্তি রেগে গেলে আমি চুপ থাকি। বিবাহিত হলে লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে। যদিও সারাজীবন সবচেয়ে বেশি আমিই চুপ থেকেছি। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হলে, কাউকে একজনকে ঠান্ডা থাকতে হয়। আমি এই যুগের সব পুরুষদের বলব, স্ত্রীর কাজের বোঝা শেয়ার করুন। রান্নাঘরে স্ত্রীর সঙ্গে রান্নায় হাত লাগান।'  

Advertisement

১৫ মার্চ শুক্রবার থেকে শুরু হয় ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৪। মেগা ইভেন্টের সূচনা করেন ইন্ডিয়া টুডে গোষ্ঠীর চেয়ারম্যান ও  এডিটর-ইন-চিফ অরুণ পুরী। তিনি স্বাগত ভাষণ দেন। কনক্লেভের বিশিষ্ট বক্তাদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, নারায়ণ মূর্তি, সদগুরু (প্রতিষ্ঠাতা ইশা ফাউন্ডেশন), মিশরীয় কৌতুক অভিনেতা এবং টিভি হোস্ট বাসেম ইউসেফ, রাজ্যসভার সাংসদ জিভিএল নরসিমা। রাও। এছাড়াও, মিজোরামের বিধায়ক বেরিল ভানেহাসাঙ্গি, আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট শাশ্বত গোয়েঙ্কা, লেখক ও ইতিহাসবিদ হিন্দোল সেনগুপ্ত সহ অন্যান্য ব্যক্তিত্বরাও কনক্লেভে তাদের মতামত উপস্থাপন করবেন। অক্ষয় কুমার, টাইগার শ্রফ সহ বিনোদন জগতের বিখ্যাত ব্যক্তিরাও এই তালিকায় অংশ নেবেন।


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement