নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধন (New Parliament Building Inauguration) দেশের ইতিহাসে একটি বড় ও তাৎপর্যপূর্ণ বিষয় হতে চলেছে। আগামীকাল নতুন সংসদ ভবনের উদ্বাধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল থেকে নানা অনুষ্ঠান চলবে। বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি, ধর্মীয় নেতা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠান স্বাধীন ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। দেশবাসী সারা দিনব্যাপী অনুষ্ঠানের সাক্ষী হবে বলে আশা করা হচ্ছে।
নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের সময়সূচি (New Parliament Building Inauguration Schedule):
প্রথম পর্ব
- সকাল ৭ট ১৫ মিনিট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনে পৌঁছবেন।
- সকাল সাড়ে ৭টা: অনুষ্ঠান শুরু হবে পুজো ও যজ্ঞ দিয়ে, যা চলবে প্রায় এক ঘন্টা।
- সকাল সাড়ে ৮টা: প্রধানমন্ত্রী লোকসভা কক্ষে পৌঁছবেন।
- সকাল ৯টা: 'সেঙ্গোল', তামিলনাড়ুর একটি ঐতিহাসিক রাজদণ্ড, স্পিকারের চেয়ারের কাছে স্থাপন করা হবে।
- সকাল সাড়ে ৯টা: লবিতে একটি প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রার্থনা শেষে সংসদ প্রাঙ্গণ থেকে বের হবেন প্রধানমন্ত্রী।
দ্বিতীয় পর্ব
- সকাল সাড়ে ১১টা: অতিথি ও বিশিষ্ট ব্যক্তিদের আগমন।
- বেলা ১২টা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে।
- বেলা ১২টা ১০: রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশের বক্তৃতা, সম্ভবত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের ভাষণ পড়ে শোনাবেন৷
- বেলা ১২টা ১৭: দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী।
- বেলা ১২টা ৩৮: রাজ্যসভার বিরোধী দলনেতার বক্তৃতা। লোকসভার স্পিকার ওম বিড়লার বক্তৃতা।
- দুপুর ১টা: প্রধানমন্ত্রী ৭৫ টাকার কয়েন এবং একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করবেন।
- দুপুর ১টা ১০: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ।
- দুপুর ২টো: অনুষ্ঠানের সমাপ্তি।
বর্তমান সংসদ ভবনের পাশে অবস্থিত নতুন সংসদ ভবনটি তৈরি করা হয়েছে। নতুন ভবনের লোকসভায় ৮৮৮ জন এবং রাজ্যসভায় ৩০০ জন সাংসদকে বসতে পারবেন। ২০২০ সালের ১০ ডিসেম্বর নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।