Advertisement

Odisha Incident : চিলড্রেন্স ডে'র ভাষণ দিতে দিতে মৃত্যু শিক্ষকের, হার্ট অ্যাটাকের আশঙ্কা

মর্মান্তিক দুর্ঘটনা। চিলড্রেন্স ডে'র ভাষণ দিতে দিতে মৃত্যু হল স্কুলের প্রধান শিক্ষকের। সমবেত ছাত্র-ছাত্রীদের সামনে বক্তব্য রাখছিলেন তিনি। তখনই এই দুর্ঘটনা ঘটে।

Odisha Incident
Aajtak Bangla
  • ভুবনেশ্বর ,
  • 14 Nov 2024,
  • अपडेटेड 8:16 PM IST
  • ভাষণ দেওয়ার সময় শিক্ষকের মৃত্যু
  • ছাত্র-ছাত্রীদের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন শিক্ষক

মর্মান্তিক দুর্ঘটনা। চিলড্রেন্স ডে'র ভাষণ দিতে দিতে মৃত্যু হল স্কুলের প্রধান শিক্ষকের। সমবেত ছাত্র-ছাত্রীদের সামনে বক্তব্য রাখছিলেন তিনি। তখনই এই দুর্ঘটনা ঘটে। সেই শিক্ষকের নাম পরশুরাম দাস। ওড়িশার বালাঙ্গির জেলার পল্লিশ্রী পঞ্চায়েত উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন তিনি। সেখানেই মারা যান। 

জজপুর জেলার বাসিন্দা ওই শিক্ষক পল্লিশ্রী পঞ্চায়েত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে মাস দুয়েক আগে কাজে যোগ দেন। আজ বৃহস্পতিবার সকালে ওই স্কুলে চিলড্রেন্স ডে'র অনুষ্ঠান রাখা হয়েছিল। সেখানে ভাষণ দিচ্ছিলেন। তখনই অসুস্থ হয়ে পড়েন। 

তড়িঘড়ি সেই শিক্ষককে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। সেই শিক্ষককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হার্ট অ্যাটাক ওই শিক্ষকের প্রাণ কেড়ে নিয়েছে। 

 এদিকে এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা স্কুলে জমায়েত করেন। ওই স্কুল শিক্ষকের পরিবারের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো নয়। আবার কর্মরত অবস্থাতে তিনি মারা গিয়েছেন। সেই শিক্ষকের পরিবারের একজনকে যেন চাকরি দেওয়া হয় সেই দাবি করেন এলাকার লোকজন। 

একজন স্থানীয় বাসিন্দা জানান, ওই শিক্ষকের কোনও শারীরিক অসুবিধে ছিল না বলেই তাঁরা জানেন। তারপরও তিনি কীভাবে মারা গেলেন তা তদন্ত করে দেখা দরকার। শিক্ষক স্কুলে থাকাকালীন মারা গেছেন। তাঁর পরিবারের সদস্য যাতে চাকরি পান, সেটাও ভাবা দরকার রাজ্য সরকারের। 

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের আবহ। ছাত্র-শিক্ষকরা নিরবতা পালন করেন। স্কুল শিক্ষা দফতরের কাছে এর খবর দেওয়া হয়। তাদের তরফে শোকপ্রস্তাব পাঠানো হয়। স্থানীয়রা চাকরির যে দাবি তুলেছেন তা মানা হবে কি না তা এখনও জানা যায়নি। 
 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement