PM Narendra Modi: হরিয়ানার মানুষকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছে। এটাকে 'উন্নয়ন ও সুশাসনের' জয় বললেন মোদী।
এক্সিট পোলের পূর্বাভাস একেবারেই মেলেনি। বিজেপি হরিয়ানায় তৃতীয়বারের মতো সরকার গঠন করতে চলেছে। বিজেপি হরিয়ানায় ৯০টি আসনের মধ্যে ৪৮টিতে জিতেছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য ৪৬টি আসনে জিততে হয়। কংগ্রেস জিতেছে ৩৭টি আসনে।
প্রধানমন্ত্রী মোদী তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'আমি আবারও ভারতীয় জনতা পার্টিকে একক সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার জন্য হরিয়ানার জনগণের কাছে প্রণাম জানাই।'
তিনি জনসাধারণকে আশ্বস্ত করে বলেন, সরকার তাঁদের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য নিরলসভাবে কাজ করে যাবে।
দলের সদস্যদের প্রশংসাও করেন। X-এ একটি পোস্টে মোদী বলেন, বিজেপির সাফল্যের পিছনে রয়েছে দলীয় কর্মীদের কঠোর পরিশ্রম। বলেন, 'আমার দলের সকল সহকর্মীকে আমার আন্তরিক অভিনন্দন'। আরও বলেন, 'ওঁরা শুধু আন্তরিকভাবে জনগণের সেবাই করেননি, দলের উন্নয়নের এজেন্ডাকেও সঠিকভাবে তুলে ধরেছিলেন'।
প্রধানমন্ত্রী মোদী বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই 'ঐতিহাসিক জয়' মিলেছে।
বিজেপির সদর দফতরে জয় উদযাপনে ভাষণ মোদীর
'জাহান দুধ দহি কা খানা, ওয়াইসে হ্যায় আপনা হরিয়ানা,' বিধানসভায় গেরুয়া ঝড়ের পর স্বভাবসিদ্ধ স্টাইলেই শুরু করলেন মোদী। বললেন, 'আজ নবরাত্রির ষষ্ঠ দিন, মা কাত্যায়নীর পুজোর দিন। এটি সত্য, উন্নয়ন ও সুশাসনের জয়। জম্মু-কাশ্মীর কয়েক দশক পর শান্তিপূর্ণ নির্বাচন ও ভোট গণনা হয়েছে... এটি গণতন্ত্রের জয়। জম্মু ও কাশ্মীরে বিজেপির ভোটের সর্বোচ্চ ব্যবধান রয়েছে। আমি সমস্ত জয়ী প্রার্থী এবং হরিয়ানা ও জম্মু-কাশ্মীরের জনগণকে অভিনন্দন জানাই। আমি সমস্ত বিজেপি কর্মীর সামনে মাথা নত করছি। কেবল আমাদের ভোটই বেড়েছে তা নয়, হরিয়ানায় আরও আসন পেয়েছি আমরা। এই জয়ের সুদূরপ্রসারী প্রভাব পড়বে। বিজেপি হরিয়ানাকে অপশাসন থেকে মুক্ত করেছে। কংগ্রেস মানুষের মধ্যে বিভদ তৈরি করতে চায়। কংগ্রেস আমাদের কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। কিন্তু তারা কংগ্রেসের কথা প্রত্যাখ্যান করেছে। আমাদের তরুণ প্রজন্মও কংগ্রেসের মিথ্যা প্রত্যাখ্যান করেছে।'
কারচুপির দাবি কংগ্রেসের
এদিকে কংগ্রেস হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফল নিয়ে মোটেও খুশি নয়। ইভিএম কারচুপিরও দাবি করছেন কংগ্রেস নেতারা।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, 'সারা বিকেল, আমি নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছি। নির্বাচন কমিশন আমার অভিযোগের জবাব দিয়েছে। আমি উত্তরও দিয়েছি। আমাদের কাছে গুরুতর অভিযোগ এসেছি। গণনা প্রক্রিয়ার বিষয়ে, আমরা হরিয়ানায় আমাদের সিনিয়র সহকর্মীদের সঙ্গে কথা বলেছি। আমরা এটি নির্বাচন কমিশনের কাছে একত্রিত আকারে জমা দিতে চাই।'