Advertisement

Rajouri Encounter: জঙ্গিদের ধাওয়া করতে গিয়ে গুলিতে ঝাঝরা, শহিদ ভারতীয় সেনার কুকুর কেন্ট

Rajouri Encounter, Army Dog Kent: ভারতীয় সেনাবাহিনীর কুকুর কেন্ট জঙ্গল-ঘেরা এলাকায় জঙ্গিদের পালানোর পথে দেখাতে ভারতীয় সেনার একটি দলকে অনসন্ধানে নেতৃত্ব দিচ্ছিল। এই সময় পার্বত্য জঙ্গল-ঘেরা এলাকায় প্রবল প্রতিকূল পরিস্থিতিতে প্রশিক্ষককে বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে শেষমেশ প্রাণ হারায় সে।

ভারতীয় সেনাবাহিনীর বিশেষভাবে প্রশিক্ষিত কুকুর কেন্ট, ২১ নম্বর আর্মি ডগ ইউনিটের ছয় বছর বয়সী ফিমেল ল্যাব্রেডর।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Sep 2023,
  • अपडेटेड 8:36 PM IST
  • ভারতীয় সেনাবাহিনীর কুকুর কেন্ট জঙ্গল-ঘেরা এলাকায় জঙ্গিদের পালানোর পথে দেখাতে ভারতীয় সেনার একটি দলকে অনসন্ধানে নেতৃত্ব দিচ্ছিল।
  • এই সময় পার্বত্য জঙ্গল-ঘেরা এলাকায় প্রবল প্রতিকূল পরিস্থিতিতে প্রশিক্ষককে বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে শেষমেশ প্রাণ হারায় সে।

Rajouri Encounter, Indian Army Dog Kent: জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় জঙ্গিদের সঙ্গে চলা ভারতীয় সেনাবাহিনীর এনকাউন্টারে শহিদ হল শহিদ ভারতীয় সেনার বিশেষভাবে প্রশিক্ষিত ল্যাব্রেডর কুকুর কেন্ট। ভারতীয় সেনাবাহিনীর বিশেষভাবে প্রশিক্ষিত কুকুর কেন্ট, ২১ নম্বর আর্মি ডগ ইউনিটের ছয় বছর বয়সী ফিমেল ল্যাব্রেডর জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযান চলাকালীন তার হ্যান্ডলার বা প্রশিক্ষককে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে। কেন্ট জঙ্গিদের পালিয়ে যাওয়ার সময় তাদের পিছু নেয়। জঙ্গিদের ধাওয়া করে ভারতীয় সেনা-জওয়ানদের একটি দলকে পথ দেখাচ্ছিল। 

জানা গিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর কুকুর কেন্ট জঙ্গল-ঘেরা এলাকায় জঙ্গিদের পালানোর পথে দেখাতে ভারতীয় সেনার একটি দলকে অনসন্ধানে নেতৃত্ব দিচ্ছিল। এই সময় পার্বত্য জঙ্গল-ঘেরা এলাকায় প্রবল প্রতিকূল পরিস্থিতিতে প্রশিক্ষককে বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে শেষমেশ প্রাণ হারায় সে। জম্মুর প্রতিরক্ষা দফতরের PRO এই তথ্য দিয়েছেন।

সেনাবাহিনীর বিশেষভাবে প্রশিক্ষিত ডগ ইউনিট অর্থাৎ ডগ স্কোয়াড জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে বড় অবদান রেখেছে। বাস্তবে তাদের গতি এবং প্রশিক্ষণের মতো অনেক গুণের কারণে এরা সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রশিক্ষিত এই কুকুরদের সেনাবাহিনীতে বিশেষ পদও দেওয়া হয়। এর থেকেই সেনাবাহিনীর এই কুকুরদের গুরুত্ব অনুমান করা যায়।

গত বছর (২০২২) অক্টোবরেও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগের তাংপাও এলাকায় জঙ্গিদের গোপন ডেরায় ভারতীয় সেনাবাহিনীকে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল বিশেষভাবে প্রশিক্ষিত ডগ ইউনিটের জার্মান শেপার্ড কুকুর জুম। জঙ্গিদের দেখেই ঝাঁপিয়ে পড়ে সে। দুটি গুলি লাগে জুমের। কিন্তু জুমের হামলার সুবাদে দুই জঙ্গিকে নিকেশ করার সুযোগ পেয়ে যান ভারতীয় সেনা জওয়ানরা। পরে শ্রীনগরের সেনার পশু হাসপাতালে মৃত্যু হয় জুমের। 

জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার প্রত্যন্ত গ্রামে ভারতীয় সেনা-জওয়ান ও জঙ্গিদের মধ্যে মঙ্গলবার দুপুর থেকেই গুলির লড়াই চলছে। এই সংঘর্ষে, একজন সেনা জওয়ান শহীদ হয়েছেন এবং একজন এসপিও সহ তিনজন জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই এনকাউন্টারে সেনা-জওয়ানরা এক জঙ্গিকে খতম করেছে। জম্মুর এডিজিপি মুকেশ সিং এই খবর জানিয়েছেন।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement