Advertisement

SBI Electoral Bond: ইলেক্টোরাল বন্ড: 'ধরেই নিচ্ছি আপনারা কোনও রাজনৈতিক দলের নন,' SBI-কে ডেডলাইন সুপ্রিম কোর্টের

নির্বাচনী বন্ডের তথ্য রেখে-ঢেকে দিলে হবে না। সম্পূর্ণ বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে। ভারতীয় স্টেট ব্য়াঙ্ককে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তবে স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, সমস্ত বিবরণই প্রকাশ করা হয়েছে। কিছুই লুকানো হয়নি।

নির্বাচনী বন্ডের সম্পূর্ণ তথ্য প্রকাশ করতে SBI-কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Aajtak Bangla
  • দিল্লি,
  • 18 Mar 2024,
  • अपडेटेड 12:24 PM IST
  • নির্বাচনী বন্ডের তথ্য রেখে-ঢেকে দিলে হবে না। সম্পূর্ণ বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে। ভারতীয় স্টেট ব্য়াঙ্ককে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
  • স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, সমস্ত বিবরণই প্রকাশ করা হয়েছে। কিছুই লুকানো হয়নি।
  • আগামী বৃহস্পতিবার বিকেল ৫টার ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার মধ্যেই SBI চেয়ারম্যানকে নির্বাচনী বন্ডের সম্পূর্ণ বিস্তারিত তথ্য প্রকাশ করতে বলেছে আদালত।

নির্বাচনী বন্ডের তথ্য রেখে-ঢেকে দিলে হবে না। সম্পূর্ণ বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে। ভারতীয় স্টেট ব্য়াঙ্ককে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তবে স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, সমস্ত বিবরণই প্রকাশ করা হয়েছে। কিছুই লুকানো হয়নি।

আগামী বৃহস্পতিবার বিকেল ৫টার ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার মধ্যেই SBI চেয়ারম্যানকে নির্বাচনী বন্ডের সম্পূর্ণ বিস্তারিত তথ্য প্রকাশ করতে বলেছে আদালত। তারপর একটি হলফনামাও দাখিল করতে হবে। তাতে স্পষ্ট উল্লেখ করতে হবে যে, তথ্য প্রকাশের ক্ষেত্রে কোনও রাখঢাক করা হয়নি। 

নির্বাচনী বন্ডের মাধ্যমে ব্যক্তি ও সংস্থাগুলি রাজনৈতিক দলে কে কত অনুদান দিয়েছেন, তার তথ্য প্রকাশ করতে বলা হয়েছে। ইতিমধ্যেই যদিও সেই তালিকা প্রকাশ করেছে স্টেট ব্যাঙ্ক। তবে আদালতের নির্দেশ, সম্পূর্ণ তালিকা প্রকাশ করে হলফনামা দিতে হবে। 

বিস্তারিত তথ্য বলতে কী বলা হচ্ছে? SBI-কে আলফানিউমেরিক নম্বর এবং বন্ডের ক্রমিক নম্বর সহ সমস্ত বিবরণ প্রকাশ করতে হবে। যদি কোনও বন্ড কেনা বা ক্যাশ করা হয়, সেক্ষেত্রে SBI-এর থেকে সেই তথ্য নেবে নির্বাচন কমিশন। তারপর তাদের ওয়েবসাইটে সঙ্গে সঙ্গে তা প্রকাশ করা হবে৷

'আগে থেকেই এ কথা স্পষ্ট বলা হয়েছিল যে সমস্ত বিবরণ বিস্তারিতভাবে প্রকাশ করা দরকার... বেছে বেছে করবেন না,' বলেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

'আপনাদের কাছে নির্বাচনী বন্ড সম্পর্কিত যা-যা তথ্য রয়েছে, তার বিস্তারিত প্রকাশ করা হোক। আমরা ধরেই নিচ্ছি যে, আপনারা কোনও রাজনৈতিক দলের হয়ে আসেননি," বলেন প্রধান বিচারপতি।

SBI-এর শেয়ার করা নির্বাচনী বন্ডের বিবরণ 'অসম্পূর্ণ' ছিল বলে উল্লেখ করে আদালত। পাঁচ বিচারকের বেঞ্চ এর আগে স্টেট ব্যাঙ্ককে এই 'ত্রুটি'র কারণ ব্যাখ্যা করার জন্য একটি নোটিশ জারি করেছিল। 

'প্রতিটি বিশদ তথ্য প্রকাশ করা উচিত... আদালতের রায় মেনে চলতে SBI বাধ্য,' জানায় সুপ্রিম কোর্ট।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement