অসমে ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভারী বৃষ্টির জেরে প্রায় বানভাসী অবস্থা অসমের 11 টি জেলার। জলস্তর বাড়ছে ব্রহ্মপুত্র নদ এবং আরও কয়েকটি নদীর। তকে এখনও বিপদসীমা পার হয়নি জলস্তরের। প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত 34 হাজার 189 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের মধ্যে 14 হাজার 675 জন মহিলা এবং 3 হাজার 787 জন শিশু। দুর্গত 11 জেলার মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বনাথ, দরং, ধেমাজি, লখিমপুর, তামুলপুর। লখিমপুরে ক্ষতির পরিমান সবছেকে বেশি। এখানে 23 হাজারের ও বেশি মানুষ বন্যা পরিস্থিতিতে আটকে পড়েছেন। ডিব্রুগড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন 3 হাজার 857 জন। দরংয়ে সংখ্যাটা 2231। ধেমাজিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন 1 হাজার 85 জন মানুষ। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে খোলা হয়েছে ত্রাণ শিবির। লখিমপুরে খোলা হয়েছে আটটি ত্রাণশিবির। উদালগুড়িতে 2 টি ত্রাণশিবির খোলা হয়েছে। উদ্ধারকাজে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। 77 টি গ্রামের অবস্থা ভয়াবহ বলে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 209.67 হেক্টর জমি। দিমা হাসাও ও কামরূপ জেলাতেও ভারী বৃষ্টির কারণে ধস নেমেছে বলে জানা গিয়েছে