গন্তব্য ছিল অমৃতসর থেকে আহমেদাবাদ। কিন্তু খারাপ আবহাওয়ার জেরে শেষ পর্যন্ত প্রতিবেশী দেশ পাকিস্তানে ঢুকে পড়ল INDIGO-র বিমান। পাকিস্তানে গুরজনওয়ালা পর্যন্ত উড়ে গিয়েছিল বিমানটি। এরপর ফের সেটি ভারতীয় আকাশসীমায় ফেরত আসে। যদিও পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়লেও নিরাপদে দেশের আকাশসীমায় ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে INDIGO। শনিবার, 10 জুন এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাকিস্তানের প্রথম শ্রেণির ইংরেজি দৈনিক দ্য ডনের প্রতিবেদনে জানানো হয়েছে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পাকিস্তানের উত্তর লাহোরের আকাশ সীমায় প্রবেশ করে। ওই সময় বিমানের গতিবেগ ছিল 454 নটিক্যাল মাইলস। ওই দিনই রাত আটটা এক মিনিটে বিমানটি ফের ভারতে ফেরত যায়। INDIGO-র তরফে অবশ্য এবিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে অসামরিক বিমান পরিবহণ দফতরের এক কর্তা জানান, এই ঘটনা নতুন কিছু নয়। খারাপ আবহাওয়ার জেরে এটা হতেই পারে। সারা বিশ্বে এই নিয়মন মেনে চলে সবকটি দেশে। খারাপ আবহাওয়ার মধ্যে পড়লে নিকটবর্তী দেশের আকাশসীমায় ঢোকাই যায়। চলতি বছরেরই মে মাসে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান PK248 খারাপ আবহাওয়ার জন্য ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়ে। প্রায় 10 মিনিট আকাশে চক্কর খাওয়ার পর ফের পাকিস্তানে ফেরত যায় সেটি। ওই সময় পাকিস্তানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। লাহোরের Allama Iqbal International Airport -এ অবতরণের কথা ছিল মাসকট থেকে আসা ওই বিমানটির। কিন্তু প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমানটিকে অবতরণ করাতে পারেননি পাইলট।