5 অগাস্ট শনিবার ভারতের জন্য একটা বড় দিন। কেন বলুন তো? কথাটা শুনে ভাবতে বসে গেছেন নিশ্চয়ই। বলছি, স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে চন্দ্রযান-3। মহাকাশযান চাঁদে তার যাত্রার প্রায় দুই-তৃতীয়াংশ সম্পন্ন করেছে। ভারতীয় সময় সন্ধে ৭টা নাগাদ Lunar Orbit Injection বা LOI প্রক্রিয়া হবে বলে জানা গিয়েছে ইসরো সূত্রে। এর আগে ইসরোর তরফে জানানো হয়েছিল যে চন্দ্রযান 3 স্বাভাবিক অবস্থাতেই রয়েছে এবং চন্দ্রপৃষ্ঠে আগামী 23 অগস্ট সফট ল্যান্ডিং অর্থাৎ অবতরণ করবে ল্যান্ডার এবং রোভার। শুক্রবার টুইট করে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।