সস্তা ডেটার ফায়দা পেয়েছেন বিহারের যুবকরা। রিলস থেকে আয় করছেন তাঁরা দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা দিলেন রাহুল গান্ধী। বললেন,'রিলসে মজে রয়েছে যুব সমাজ। রোজগার নেই। কয়েকজনই আয় করছে'।