বাংলাদেশে হিন্দু নেতা চিন্ময় দাসকে গ্রেফতার ও বাংলাদেশ সংঘর্ষ ইস্যুতে তৃণমূল কেন চুপ। এনিয়ে বিরোধীরা অভিযোগ তুলেছে। দিল্লিতে সংসদ চত্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, এটা রাজ্যের বিষয় নয় এটা দেশের বিষয়, আন্তর্জাতিক বিষয়। কেন্দ্র যে ব্যবস্থা নেবে তা দলগতভাবে দেশের স্বার্থে সমর্থন করা হবে। তবে যা ঘটেছে তা সমর্থনযোগয নয়, দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়।