Advertisement

Shukno Lanka Totka : শত্রু বিনাশ থেকে চাকরি-ব্যবসায় বাধা কাটানো, সাফল্য লুকিয়ে শুকনো লঙ্কার এই টোটকায়

জ্যোতিষ শাস্ত্র অনুসারে লাল লঙ্কা বা বলা ভাল শুকনো লঙ্কার কয়েকটি প্রতিকার বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। এই প্রতিবেদনে সেই শুকনো লঙ্কারই কিছু প্রতিকার বা টোটকা নিয়ে আলোচনা করবো, যেগুলি মানুষের জীবনে থাকা দীর্ঘকালীন সমস্যাকে কাটিয়ে সুখের মুখ দেখাতে পারে।

শুকনো লঙ্কা
Aajtak Bangla
  • দিল্লি,
  • 25 Dec 2022,
  • अपडेटेड 2:31 PM IST
  • চাকরি-ব্যবসায় সমস্যা?
  • বাড়িতে কারও দীর্ঘ অসুস্থতা?
  • এই টোটকাগুলি অব্যর্থ

ভাল-মন্দয় মিশিয়ে মানুষের জীবন। তাই সুখ-দুঃখ উত্থান-পতন মানুষের জীবনে খুবই স্বাভাবিক একটি ঘটনা। কিন্তু মুশকিল তখনই দেখা দেয়, যখন কোনও সমস্যা জীবনে আসার পর আর যাওয়ার নাম নেয় না। এমতাবস্থায় কোনও ব্যক্তি কী করবেন, আর কী করবেন না, তা বুঝতে পারেন না। জ্যোতিষ শাস্ত্র অনুসারে লাল লঙ্কা বা বলা ভাল শুকনো লঙ্কার কয়েকটি প্রতিকার বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। এই প্রতিবেদনে সেই শুকনো লঙ্কারই কিছু প্রতিকার বা টোটকা নিয়ে আলোচনা করবো, যেগুলি মানুষের জীবনে থাকা দীর্ঘকালীন সমস্যাকে কাটিয়ে সুখের মুখ দেখাতে পারে।

চাকরি-ব্যবসায় সমস্যার জন্য 
আপনি যদি আপনার চাকরি-ব্যবসায় প্রতিনিয়ত কোনও না কোনও সমস্যার সম্মুখীন হন, তাহলে তিনটি মাটির প্রদীপে তিল, আস্ত ধনে, হলুদ সর্ষে, সাবান, লবণ এবং শুকনো লঙ্কা রাখুন। এর পরে, সেই বাতিগুলি আপনার কর্মস্থলে একটি নির্জন জায়গায় রাখুন। কিছু দিনের মধ্যেই আপনি জীবনে এর শুভ ফল পেতে শুরু করবেন।

যাঁদের কাজ মাঝপথে আটকে যায়, তাঁরাও শুকনো লঙ্কার প্রতিকার নিতে পারেন। এক্ষেত্রে শুকনো লঙ্কার বীজ বের করে একটি কাপড়ে বেঁধে তারপর বালিশে রেখে ঘুমাতে যান। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সেই বীজযুক্ত কাপড়টি মাথার ওপর ৭ বার ঘুরিয়ে বাড়ির বাইরে ফেলে দিন। দেখবেন সমস্ত বাধা দূর হয়ে যাচ্ছে।

শত্রুদের হাত থেকে মুক্তি 
যে সমস্ত মানুষেরা শত্রুদের উৎপাতে বিরক্ত তাঁরা মঙ্গলবার বা শনিবার রাতে বাড়ির বাইরে একটি গর্ত করুন। এরপর শত্রুদের নাম নিয়ে সেই গর্তে ৫টি লাল শুকনো লঙ্কা রেখে মাটি চাপা দিয়ে দিন। এর পরে, পিছনে না তাকিয়ে সরাসরি বাড়িতে চলে যান। এই প্রতিকারের ফলে শত্রুর মন পরিবর্তন হবে এবং সে আপনাকে উৎপাত করা বন্ধ করবে।

Advertisement

যদি চাকরির ইন্টারভিউ বা অন্য কোনও শুভ কাজে যান, তাহলে আপনার বাড়ির দরজায় ৫টি শুকনো লঙ্কা রাখুন। এরপর ঘর থেকে বের হওয়ার সময় ওই লঙ্কার ওপর পা দিয়ে এগিয়ে যান। এটি করলে সেই শুভ কাজে আপনার সাফল্য লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে।

রোগ চলে যাবে
যাঁদের বাড়িতে কোনও অসুস্থ ব্যক্তি আছেন, তাঁরা একটি লাল কাপড়ে ৭টি জায়ফল, ফিটকিরি, ৭টি শুকনো লঙ্কা, ৭ টুকরো ফিটকিরি এবং সামান্য কালো তিল বেঁধে রাখুন। এরপর শুক্রবার সেটি ওই অসুস্থ ব্যক্তির কাছে রাখুন। পরের দিন সেটি অশ্বত্থ গাছের কাছে রাখে দিন। এতে তাঁর স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করবে।

আরও পড়ুন - ২০২৩-এ মীনে প্রবেশ রাহুর, ধনসম্পদে ৩ রাশির পোয়াবারো

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement