Advertisement

West Bengal DA Latest Update : ১৪ মে বিচারপতি মাহেশ্বরীর অবসর, ২৮ এপ্রিলই সুপ্রিম কোর্টে ডিএ মামলার নিষ্পত্তি? বড় আপডেট

ডিএ মামলা নিয়ে বড় আপডেট। রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর। আগামী ২৮ এপ্রিল রাজ্যের দায়ের করা SLP মামলার শুনানি আছে মহামান্য সুপ্রিম কোর্টে। আইনজীবীদের একাংশের মতে, সেদিনই এই মামলার নিষ্পত্তি হতে পারে।

ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 26 Apr 2023,
  • अपडेटेड 9:17 PM IST
  • ডিএ মামলা নিয়ে বড় আপডেট
  • হাসি ফুটল সরকারি কর্মীদের মুখে

ডিএ মামলা নিয়ে বড় আপডেট। রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর। আগামী ২৮ এপ্রিল রাজ্যের দায়ের করা SLP মামলার শুনানি আছে মহামান্য সুপ্রিম কোর্টে। আইনজীবীদের একাংশের মতে, সেদিনই এই মামলার নিষ্পত্তি হতে পারে। 

সুপ্রিম কোর্ট সূত্রে খবর, ১৪ মে ২০২৩-এ মাননীয় বিচারপতি দীনেশ মাহেশ্বরী অবসর নেবেন। আইনজীবীদের একাংশের মতে, তাই ২৮ এপ্রিল পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। কারণ, প্রচলিত ধারণা হল, যে কোনও মাননীয় বিচারপতি অবসর গ্রহণের আগেই গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি করে দিয়ে থাকেন। 

আইনজীবীদের এও দাবি, ২৮ এপ্রিল সুপ্রিম কোর্ট যে কজলিস্ট প্রকাশ করেছে সেখানে পার্ট হার্ড ম্যাটার নেই। পার্ট হার্ড ম্যাটার থাকলে সেগুলো শুনানির জন্য বেশি সময় লাগে। তাই সেদিনই মামলার চূড়ান্ত শুনানি হতে পারে। 

আরও পড়ুন : প্রতিদিন ওজন কমবে ১ কেজি, ঝরে যাবে পেটের চর্বিও; ৫ টি সহজ কাজ করুন

এই নিয়ে মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গর্ভমেন্ট এমপ্লয়িজের মলয় মুখোপাধ্যায় বলেন, 'আগামী ২৮ এপ্রিল এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠবে। অষ্টম বারের জন্য মামলাটা উঠতে চলেছে। আমরা আশা করছি, সেদিনই সরকারি কর্মীরা সুখবর পাবেন। বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা রয়েছে।' 

আর এক মামলাকারী সংগঠন সরকারি কর্মচারি পরিষদের সভাপতি দেবাশীস শীল বলেন, 'আমরা শুনেছি আগামী ২৮ তারিখ কোনও পার্ট হার্ড ম্যাটার নেই। পার্ট হার্ড ম্যাটার থাকার জন্যই আগের বার মামলার তারিখ বারবার পিছিয়েছে। এছাড়াও মাননীট বিচারপতি দীনেশ মাহেশ্বরীর অবসরের দিন এগিয়ে আসছে। খুব তাড়াতাড়ি ডিএ-এর এসএলপি মামলার রায় না দিলে উনি আর সময় পাবেন না। তাই আমরা মনে করছি আগামী শুনানির দিনই সরকারি কর্মী-শিক্ষক-অশিক্ষক কর্মীরা সুখবর পাবেন।' 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement