Advertisement

Gold Price: চিনের বড় সিদ্ধান্ত, বেড়ে যাবে সোনার দাম?

সারা বিশ্বকে আবার বড় ধাক্কা দিল চিন। আর এই সিদ্ধান্তের জেরে সারা বিশ্বে বাড়তে পারে সোনার দাম। ১ নভেম্বর থেকে চিন সোনা বিক্রির উপর কর ছাড় তুলে দিচ্ছ। যার ফলে সমস্যা বাড়বে ক্রেতাদের।

বেড়ে যাবে সোনার দামবেড়ে যাবে সোনার দাম
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 01 Nov 2025,
  • अपडेटेड 3:22 PM IST
  • সারা বিশ্বকে আবার বড় ধাক্কা দিল চিন
  • এই সিদ্ধান্তের জেরে সারা বিশ্বে বাড়তে পারে সোনার দাম
  • ১ নভেম্বর থেকে চিন সোনা বিক্রির উপর কর ছাড় তুলে দিচ্ছ

সারা বিশ্বকে আবার বড় ধাক্কা দিল চিন। আর এই সিদ্ধান্তের জেরে সারা বিশ্বে বাড়তে পারে সোনার দাম। ১ নভেম্বর থেকে চিন সোনা বিক্রির উপর কর ছাড় তুলে দিচ্ছে। যার ফলে সমস্যা বাড়বে ক্রেতাদের।

ব্লুমবার্গের রিপোর্ট জানাচ্ছে, চিনের অর্থমন্ত্রক ঘোষণা করেছে যে কোনও ক্ষুদ্র বিক্রেতা সাংহাই গোল্ড এক্সচেঞ্জ থেকে কেনা সোনা বেচার সময় কোনও রকম শুল্ক ছাড় পাবেন না। যার ফলে আদতে সোনার দাম বাড়তে চলেছে বলেই মত বিশেষজ্ঞদের।

আর এই নিয়ম সব ধরনের সোনার উপর জারি করেছে চিন। এক্ষেত্রে জুয়েলারি থেকে শুরু করে কয়েন, হাই পিউরিটি গোল্ড বার এবং ইন্ড্রাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালের উপর প্রযোজ্য। আর ট্যাক্সের নিয়মে হঠাৎ বদলেই বিগড়ে যেতে পারে গোটা বিশ্বের সোনার মার্কেটের স্থিতাবস্থা।

প্রভাব পড়বে চিনে

আসলে চিনের অর্থনীতি সামান্য ধীর গতিতে চলছে। বিশেষত, রিয়েল এস্টেট এবং ম্যানুফাকচারিং সেক্টরের গ্রোথ আগের মতো অবস্থাতেই রয়েছে। আর এমন পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিল সে দেশের সরকার। তারা অর্থনীতিতে গতি আনতে চাইছে। যার ফলে ট্যাক্স বসানো হল সোনার উপর। এতে সেই দেশের সরকারের হাতে আসবে কিছুটা বেশি টাকা। যদিও এর ফলে সোনা ক্রেতাদের কিছুটা কষ্ট বাড়ল। কারণ, তাদের এখন থেকে বেশি দামে সোনা কিনতে হবে।

ভারতে কি প্রভাব পড়তে পারে?

পৃথিবীর অন্যতম বৃহৎ অর্থনীতি হল ভারত। আর সেই দেশ সোনার উপর ট্যাক্স বসানোয় আদতে চাহিদা এবং সরবরাহের হিবেসটা বদলে যাবে। এটা সরাসরি পৃথিবীর সোনার বাজারে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ভারতের বাজারেও এই কারণে দাম বাড়ার আশঙ্কা করছেন তারা।

কতটা বাড়তে পারে?

চিনের এই সিদ্ধান্তের জন্য অনেকটাই বেড়ে যেতে পারে সোনার দাম। বর্তমানে প্রতি আউন্স সোনার দাম চলছে ৪০০০ আমেরিকান ডলার। তবে সেটা একবছরের মধ্যে পৌঁছে যেতে পারে ৫০০০ মার্কিন ডলারে।

Advertisement

যদিও বর্তমানে সোনার দাম কিছুটা নিম্নমুখী। আসলে সোনার দাম রেকর্ড হাইতে পৌঁছে যাওয়ার পর শুরু হয়ে যায় প্রফিট বুকিং। সেই কারণেই কমেছে সোনার দাম। তবে পরিস্থিতি এমন থাকবে না বলেই মত বিশেষজ্ঞদের। বরং দাম আদতে বাড়তে পারে।

তবে এই কথা শুনে আবার এখনই সোনায় বিনিয়োগ করবেন না। তার আগে বরং বিশেষজ্ঞের পরামর্শ নিন। তারপরই বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন।

Read more!
Advertisement
Advertisement