দেশের মধ্যে আলু (Potato) উৎপাদনে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে। গত কয়েকদিনে আলুর দাম বেশ ভালই বেড়েছে। এই মরসুমে ভাল দাম পাওয়ার আশা করেছিলেন কৃষকরা। যদিও প্রথমে আলুর ভাল দাম পাচ্ছেন না বলে অভিযোগ তাঁদের। কৃষকদের দাবি, বিঘে প্রতি প্রায় ৭-৮ হাজার টাকা লোকসান হচ্ছিল। সরকার ৬৫০ টাকা কুইন্টাল দরে আলু কেনার ঘোষণা করতেই খোলা বাজারে আলুর দাম চড় চড় করে বাড়ছে। সারা রাজ্যে গড়ে ৩৫০ থেকে ৪৮০ টাকা বস্তা প্রতি আলু বিক্রি হচ্ছে।
দাম কয়েকদিনে উঠলেও ফলন নিয়ে চিন্তায় কৃষকরা। গড়ে বিঘে প্রতি ৬০-৭০ বস্তা আলু হচ্ছে। এবার ব্যাপক ফলনের আশা করছিলেন কৃষকরা। কিন্তু আশা মতো ফলন হচ্ছে না। সেই কারণে দাম বাড়ার আশাও করেছিলেন কৃষকরা। রাজ্যে আলুর ফলন সবচেয়ে বেশি হয়ে থাকে হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এখন জ্যোতি আলু (Jyoti Potato) তোলা চলছে ব্যাপক হারে। স্টোরে ও ডালায় আলুর চাহিদা বাড়াতে দামও চড়ছে রোজই। সোমবারই আলুর দাম ৫০০ টাকা প্রতি বস্তা ছাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। তাতে চাষিদের লোকসান কিছুটা কম হবে।
আরও পড়ুন: How To Identify Real And Fake Gold: আসল না নকল চিনবেন কীভাবে? খাঁটি সোনা চেনার ঘরোয়া উপায়
আমরা এই প্রতিবেদনে ১২ মার্চ রবিবার বাংলার কোথায় কী দামে আলু বিক্রি হচ্ছে (Potato prices in West Bengal) তা জানব। রাজ্যের কোন জায়গায়, কোন ইউনিটে আলুর বন্ডের দাম (Potato mandi price) কত তা একেবারে সকালেই জেনে নিতে পারবেন কৃষক ও ব্যবসাসী ভাইয়েরা।
রবিবার রাজ্যের কোথায় আলুর দাম কত (Today Potato Price In West Bengal):
সাম্প্রতিক তথ্যের ওপর ভিত্তি করে আলুর দাম প্রকাশ করা হয়েছে। জায়গা ও আলুর কোয়ালিটির উপর নির্ভর করে বিভিন্ন জায়গায় দাম ভিন্ন হতে পারে। কৃষক ও ব্যবসায়ীদের অনুরোধ তাঁরা আলু বিক্রি করার আগে লোকাল বাজারে দাম জেনে তবেই বিক্রি করবেন।