ভারতীয় শেয়ার বাজারে আর 'অচ্ছে দিন' আসছে না। কয়েক মাস ধরে টানা পড়তির দিকে বাজার। গত সপ্তাহে পতনের পর আজ, সোমবার বাজার খুলতেই বিরাট ধস! আন্তর্জাতিক-সহ একাধিক কারণে এ দিন ২-২ শতাংশ করে পড়েছে বম্বে স্টক এক্সচেঞ্জ সূচক সেনসেক্স এবং নিফটি।
এ দিন লেনদেন শুরু হওয়ার আগেই বোঝা গিয়েছিল বাজার লালে যেতে চলেছে। প্রি-ওপেন সেশনেই নীচে নেমে গিয়েছিল সূচক। অধিবেশন শুরুর আগে ১০০০ পয়েন্টের বেশি পড়েছে বিএসই সেনসেক্স। ২ শতাংশ কমেছিল নিফটিও। সিঙ্গাপুরের এসজিএক্স নিফটিতেও প্রবল ধস নেমেছে। খোলার সঙ্গে সঙ্গে বাজার হুড়মুড়িয়ে ভেঙেছে। সেনসেক্স ১২০০ অঙ্ক নেমে খুলেছে। সকাল ৯টা ২০ মিনিট নাগাদ সেনসেক্স ৫৩ হাজারের নীচে নেমেছিল। পতন প্রায় ১৪০০ অঙ্ক। নিফটিও ৩৮০ অঙ্ক কমে ১৫,৮৩০-র নীচে নেমে গিয়েছে।
এর আগে শুক্রবারও দেশীয় বাজারে ব্যাপক পতন হয়েছে। বিএসসি সেনসেক্স ১,০১৬.৮৪ অঙ্ক কমে (১.৮৪ শতাংশ) ৫৪,৩০৩.৪৪-এ থিতু হয়েছিল। একটা সময় সেনসেক্স চলে গিয়েছিল ৫৪,২০৫.৯৯-এ। তথৈবচ NSE নিফটিও। ২৭৬.৩০ অঙ্ক (১.৬৮ শতাংশ) পড়ে বন্ধ হয়েছিল ১৬,২০১.৮০-তে। গোটা সপ্তাহে সেনসেক্স ১,২৩৩.২২ অঙ্ক (২.২২ শতাংশ) কমেছে। আর ২৬৮.৬০ অঙ্ক (১.৬৩ শতাংশ) কমেছে নিফটি।
এলআইসি স্টক
বহুল প্রতীক্ষিত LIC IPO বিনিয়োগকারীদের হতাশ করেছে। ইতিমধ্যেই IPO-ও যাঁরা বিনিয়োগ করেছেন তাঁদের ১.৬৬ লক্ষ কোটি টাকার লোকসান হয়ে গিয়েছে। সরকার আশ্বস্ত করার পরেও সোমবার এই স্টকের দাম প্রায় ৩.১৫ শতাংশ কমেছে। নেমে গিয়েছে ৭০০ টাকার নীচে। বলে রাখি, এলআইসি আইপিও-র অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য লক-ইন পিরিয়ড আজ শেষ হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে,লক-ইন শেষ হয়ে গেলে শেয়ার ছেড়ে দিতে পারেন অ্যাঙ্কর বিনিয়োগকারীরা।
মার্কিন যুক্তরাষ্ট্রে রেকর্ড মুদ্রাস্ফীতি
ঘরোয়া ও বিশ্ব বাজারের প্রভাব পড়েছে ভারতীয় শেয়ার বাজারে। মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যবৃদ্ধি আরও বেড়ে প্রায় ৪০ বছরের সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। অন্যদিকে, সুদের হার বৃদ্ধির কারণে অর্থনৈতিক বৃদ্ধি গতিও শ্লথ। মন্দার মেঘ ঘনাচ্ছে মার্কিন মুলুকে। গত সপ্তাহে শুক্রবার মার্কিন বাজারেও ব্যাপক পতন হয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্য়াভারেজ ২.৭৩ শতাংশ, নাসডাক কম্পোজিট (Nasdaq) ৩.৫২ শতাংশ এবং এস অ্যান্ড পি ৫০০ (S&P 500) ২.৯১ শতাংশ পড়েছে। এশীয় বাজারেও ব্যাপক বিক্রি হচ্ছে। জাপানের নিক্কেই (Nikkei) ২.৭৭ শতাংশ লোকসানে। হংকংয়ের হ্যাংসেং ২.৬৬ শতাংশ এবং চিনের সাংহাই কম্পোজিট ১.১১ শতাংশ পড়েছে।
আরও পড়ুন- এবার ইংরেজদের দেশেও রিলায়েন্স! অম্বানি হাঁকলেন ৪৮ হাজার কোটি