Advertisement

Union Budget 2023 MISHTI Scheme: মোদীর পছন্দ, নির্মলার মুখে MISHTI, নয়া প্রকল্পের ঘোষণা

কেন্দ্রের বাজেটে উপস্থিত বাংলার মিষ্টি। অবাক হলেও একেবারেই সত্যি। বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নীর্মলা সীতরামন ঘোষণা করলেন MISHTI প্রকল্প। যেখানে উপকূলরেখা বরাবর ম্যানগ্রোভ বাগান করা হবে। এই নাম নেওয়া হয়েছে বাংলার মিষ্টি থেকেই।

নির্মালর মুখে বাংলার MISHTI, ঘোষণা নতুন প্রকল্পের
Aajtak Bangla
  • দিল্লি,
  • 01 Feb 2023,
  • अपडेटेड 1:27 PM IST


কেন্দ্রীয় বাজেট ২০২৩-২৪ পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অর্থমন্ত্রী আজ সকাল ১১টায় লোকসভায় বাজেট  শুরু করেন।  অর্থমন্ত্রী  এদিন  MISHTI প্রকল্পের বিষয়ে ঘোষণা করেন। অর্থমন্ত্রী  সীতারামন বলেছেন যে সরকার নতুন MISHTI প্রকল্পের অধীনে উপকূলরেখা বরাবর ম্যানগ্রোভ বাগান করবে। মিষ্টি মানে বাংলায় মিষ্টি। এই প্রকল্পের পুরো নাম Mangrove Initative for Shoreline Habitats and Tangible Incomes (MISHTI)। 

 অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বুধবার কেন্দ্রীয় বাজেট ২০২৩-২৪ পেশ করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংক্ষিপ্ত শব্দের প্রতি ভালবাসার কথা মনে রেখেই MISHTI প্রকল্পের ঘোষণা করেন সীতারমন। মিষ্টি মানে বাংলায় মিষ্টি। মিষ্টি স্কিমটি ম্যানগ্রোভ সংরক্ষণের লক্ষ্যে। সংক্ষিপ্ত শব্দের প্রতি মোদী সরকারের ভালবাসা স্পষ্ট। যেমন  'প্রগতি' মানে প্রো-অ্যাকটিভ গভর্নেন্স এবং  আর 'Jam' মানে জন ধন-আধার-মোবাইল।

২০১৭ সালে ইউপি বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রাজনৈতিক বিরোধীদের খোঁচা দিয়ে, মোদি জনগণকে SCAM বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন যা তিনি সমাজবাদী পার্টি, অখিলেশ যাদব, কংগ্রেস এবং মায়াবতী হিসাবে প্রসারিত করেছিলেন। প্রধানমন্ত্রী মোদী এর আগে এবিসিডি ব্যবহার করে কংগ্রেসের দুর্নীতি নিয়ে খোঁচা দিয়েছিলেন, যা তিনি আদর্শ, বোফর্স, কয়লা এবং দামাদ হিসাবে প্রসারিত করেছিলেন।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement