Advertisement

'বলছে বোমা ফাটাবে, কোর্ট কী রায় দেবে তুই আগে জানলি কীভাবে?' নাম না-করে শুভেন্দুকে নিশানা মমতার

উত্তরবঙ্গে লাগাতার জনসভা করে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যা। আজ তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে করণদিঘির কৃষি মান্ডি মাঠে নির্বাচনী সভা করেন মমতা ৷ আর সেখান থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করার পাশাপাশি নাম না করে শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন মমতা। এসএসসি মামলায় রায় নিয়েও মন্তব্য করেন তৃণমূল নেত্রী।

মমতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Apr 2024,
  • अपडेटेड 4:30 PM IST

 

উত্তরবঙ্গে লাগাতার জনসভা করে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যা। আজ তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে করণদিঘির কৃষি মান্ডি মাঠে নির্বাচনী সভা করেন মমতা ৷ আর সেখান থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করার পাশাপাশি নাম না করে শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন মমতা। এসএসসি মামলায় রায় নিয়েও  মন্তব্য করেন তৃণমূল নেত্রী। 

 এদিন চাকুলিয়ার সভা থেকেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে যাঁদের চাকরি গিয়েছে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন  মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁদের হতাশ না হওয়ার বার্তা দেন। পাশাপাশি যতদূর লড়াই করার করবেন বলে জানান। করণদিঘির সভাতেও একই বার্তা দিতে দেখা গেল তৃণমূলনেত্রীকে।  মমতা বলেন, ‘কাকের রায় কা-কা ই হয়। এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি।চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে বলছে। চুরি করে টাকা ফেরত দেবে?  মন খারাপ করবেন না। হতাশ হবেন না। আপনাদের সঙ্গে থাকব। এই রায় বেআইনি রায়। আমি জাজের কথা বলব না। রায়টা একতরফা হয়েছে। বিজেপির কথায় হয়েছে।’

প্রায় প্রতিদিনের জনসভাতেই তৃণমূলনেত্রী নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করছেন। করণদিঘির সভাতেও সেই চিত্র বদলালো না। নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘গদ্দার বলি ওকে, নামটাও মুখে আনতে ঘেন্না হয়।’ মমতা বলেন, ‘বলছে বোমা ফাটাবে। বোমা কী? ২৬ হাজার লোকের চাকরি খেয়ে নিচ্ছে। মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নাম বোমা। ধিক্কার জানাই। কোর্ট কী রায় দেবে, তুই আগে জানলি কী ভাবে? সোমবার রায় দেবে, শনিবার জানলি কী ভাবে? যদি রায় নিজেরা লিখে না দিস? রায় নিজেরা তৈরি করে না দিস?’ মমতা নাম না করে শুভেন্দুকে কটাক্ষ করে বলেন, ‘‘কার বাড়ি সিবিআই যাবে, আগেই বলছে। কী ভাবে? ওহে গদ্দার, রাজাকার, এ বার বিজেপি ক্ষমতায় আসবে না। কাগজগুলোকে দিয়ে সমীক্ষা করাচ্ছে। মিথ্যা কথা। নিজেদের দল রয়েছে। পাঁচ লক্ষ লোক। টাকা দিয়ে পোষে। তাঁদের দিয়ে সমীক্ষা করে বলছে, টিভিতে দেখাও। বলছে বিজেপি ৫০০ আসন পাবে। নানা রকম বলছে।’ শুভেন্দুর পাশাপাশি নরেন্দ্র মোদীকেও নিশানা করেন মমতা। মোদীর মহিলা ভোট চাওয়া প্রসঙ্গে কটাক্ষ করে মমতা বলেন, ‘প্রত্যেক দিন কাগজে মিথ্যা কথা বলছে। আমাকেই সহ্য করতে পারে না, ওনার নাকি এখন মহিলা ভোট চাই!’

Advertisement

 ইন্ডিয়া জোটে তৃণমূলের অবস্থান এই মুহূর্তে ঠিক কোথায়? এ প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলায় তৃণমূল একা লড়বে।’ ইন্ডিয়া জোট নিয়ে তৃণমূল সুপ্রিমো আরও বলেন, ‘দিল্লিতে বিজেপি চলে গেলে, যদি ইন্ডিয়া জোটের সরকার হয় আমারা যোগদান করবো। কিন্তু বাংলায় তৃনমূল একা লড়বে বিজেপির সঙ্গে। কারণ কংগ্রেস এবং সিপিএম বিজেপির দুটো চোখ। আমারা যে কথা ইস্তেহারে দিয়েছি সেগুলো সব রাখবো। কারণ দিল্লিতে বাংলার একটা বড় রোল আছে। বাংলা ছাড়া কিছুই হবে না’

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement