Advertisement

Dev at Debra: 'ঠাকুরের দিব্যি...' এলাকায় থাকা নিয়ে ঘাটালবাসীকে বোঝাতে 'মরিয়া' MP দেব

সাংসদ দেবকে এলাকায় দেখতে পাওয়া যায় না- বারবার বিভিন্ন মহলে উঠেছে অভিযোগ। এবার সেই নিয়েই মুখ খুললেন দেব। বললেন, 'যখনই বিপদ হয়েছে, আপনার সাংসদ আপনার এলাকাতেই ছিল।' রবিবার বিকেলে ডেবরা বিধানসভা এলাকায় একাধিক সভা করেন দেব অধিকারী।

ডেবরায় দেব
Aajtak Bangla
  • ডেবরা,
  • 15 Apr 2024,
  • अपडेटेड 11:17 AM IST
  • সাংসদ দেবকে এলাকায় দেখতে পাওয়া যায় না- বারবার বিভিন্ন মহলে উঠেছে অভিযোগ। এবার সেই নিয়েই মুখ খুললেন দেব।
  • বললেন, 'যখনই বিপদ হয়েছে, আপনার সাংসদ আপনার এলাকাতেই ছিল।' রবিবার বিকেলে ডেবরা বিধানসভা এলাকায় একাধিক সভা করেন দেব অধিকারী।
  • জালিমন্দার এক সভায় বক্তব্য রাখার সময়েই নিজের 'অনুপস্থিতি' নিয়ে মুখ খোলেন ঘাটালের লোকসভা প্রার্থী।

সাংসদ দেবকে এলাকায় দেখতে পাওয়া যায় না- বারবার বিভিন্ন মহলে উঠেছে অভিযোগ। এবার সেই নিয়েই মুখ খুললেন দেব। বললেন, 'যখনই বিপদ হয়েছে, আপনার সাংসদ আপনার এলাকাতেই ছিল।' রবিবার বিকেলে ডেবরা বিধানসভা এলাকায় একাধিক সভা করেন দেব অধিকারী। জালিমন্দার এক সভায় বক্তব্য রাখার সময়েই নিজের 'অনুপস্থিতি' নিয়ে মুখ খোলেন ঘাটালের লোকসভা প্রার্থী। তিনি বলেন, ' আমার বিরুদ্ধে অভিযোগ আছে আমি নাকি সব জায়গায় যেতে পারিনি। কিন্তু বিশ্বাস করুন ঠাকুরের দিব্যি খেয়ে বলছি, যখনই কোথাও কোন আপদ বিপদ হয়েছে আপনার সাংসদ আপনার এলাকাতে ছিল, বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করেছে।'

তিনি বলেন, 'আমাদের দল শুধু ভোটের রাজনীতি করে না। কথা দিয়ে কথা রাখে। ভোটের আগেই লক্ষী ভান্ডারের টাকা বাড়িয়ে দিয়েছে। বিলি করেছে ১০০ দিনের কাজের কেন্দ্রের না দেওয়া টাকা।'

এরপরেই নাম না করে বিরোধীদের উদ্দেশ্যে দেব বলেন, 'আজকের রাজনীতি করছে অন্যরা ধর্ম নিয়ে। এই ধর্ম নিয়ে যারা রাজনীতি করছে, যারা ধর্ম নিয়ে এগিয়ে থাকে মানুষকে পিছিয়ে রাখে, তাদের হাত যদি শক্ত হয় তাহলে ধর্ম বেঁচে যাবে মনুষ্যত্ব মরে যাবে। উন্নয়ন বলে কিছু হবে না। ভোট দেওয়ার আগে এগুলো ভাববেন।'

ডেবরার জালিমন্দা এলাকায় মূলত আদিবাসী সমাজের বাস। এদিন সেখানে তারকা প্রার্থীকে দেখার জন্য ভিড় ছিল চোখে পড়ার মতো। সভা শুরুর মুহূর্তে আদিবাসী মহিলাদের সঙ্গে নাচও করেন দেব। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement