Advertisement

Santanu Thakur On CAA: 'একটাও তৃণমূলের লোককে আমরা নাগরিকত্ব দেব না', বিতর্কে শান্তনু

বনগাঁর বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থীর এহেন মন্তব্যের সমালোচনা করছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর।

সিএএ, শান্তনু ঠাকুর।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Apr 2024,
  • अपडेटेड 2:24 PM IST
  • সিএএ নিয়ে বিতর্কিত মন্তব্য শান্তনু ঠাকুরের।
  • বিভাজনের রাজনীতি, পাল্টা দিল তৃণমূল।

'তৃণমূলের কোনও লোককে নাগরিকত্ব নিতে দেব না'। ভোট প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন শান্তনু ঠাকুর। তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। ওই ভিডিওয় শান্তনুরে বলতে শোনা যাচ্ছে,'একটাও তৃণমূলের লোককে আমরা নাগরিকত্ব দেব না। তারপর ওদের দেখাব খ্যামটা নাচ কাকে বলে! বড় বড় কথা না! মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাক ওদের'। প্রত্যাশিতভাবে বিজেপি প্রার্থীর এই মন্তব্যের পর পাল্টা দিয়েছে তৃণমূল। দলের নেতা তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কটাক্ষ,'বিজেপির বিভাজনের রাজনীতি উনি ভালই আয়ত্ত করেছেন'।

ভাইরাল ভিডিওর পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও সিএএ নিয়ে শাসক দলকে বিঁধেছেন বনগাঁর বিজেপি প্রার্থী। তাঁর কথায়,'যাঁরা সিএএ-র বিরোধিতা করেছেন, তাঁরা নাগরিকত্ব নিতে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যেন ৭১ সালের আইন অনুযায়ী নাগরিকত্ব দেন। তৃণমূল তো সিএএ-কে সমর্থন করেনি। ওঁদের নাগরিকত্বের দরকার নেই, বলেই দিয়েছে'।

বনগাঁর বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থীর এহেন মন্তব্যের সমালোচনা করছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর। তিনি বলেন,'শান্তনু আগে বিজেপির লোকজনকে নাগরিকত্ব দিয়ে দেখান। আমাদের কথা ভাবতে হবে না। সিএএ বিজেপির ভাঁওতাবাজি'।

ব্রাত্য বসুর কথায়,'উনি কখন কী বলেন কিছুই ঠিক থাকে না। উনি নিজে বলেছিলেন সিএএ চালু হওয়ার পর উনি প্রথম কেন্দ্রীয় সরকারের পোর্টালে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করবেন। সেই আবেদন উনি এখনও করেননি। তাহলে কেন্দ্রীয় সরকারের পোর্টালকে কেন্দ্রের প্রতিমন্ত্রী নিজেই বিশ্বাস করতে পারছেন না। বিজেপির বিভাজনের রাজনীতি উনি ভালই আয়ত্ত করেছেন'। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement