শুক্রবার বাংলায় নির্বাচনী প্রচারে এসে শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে। বললেন, 'শিক্ষক নিয়োগে লক্ষ লক্ষ যুবকের সঙ্গে প্রতারণা হয়েছে। নোটের বান্ডিল গুনতে গুনতে মেশিন ক্লান্ত হয়ে পড়ত বাংলায়। এত টাকা মেরেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বহু যোগ্য প্রার্থীর জীবন তছনছ হয়ে গেছে। বহু নির্দোষ মানুষ রয়েছেন। যারা শিক্ষক হওয়ার যোগ্য। বাকিদের পাপের জন্য ওই নির্দোষরা বিপদে পড়েছেন। আমরা পার্টির তরফে যাদের চাকরি গেছে তাঁদের মধ্যে যোগ্য ও নির্দোষদের সাহায্য করব।' প্রধানমন্ত্রী এদিন মঞ্চ থেকেই নির্দেশ দেন, 'প্রদেশ স্তরে একটা লিগ্যাল সেল আর সোস্যাল মিডিয়া প্লাটফর্ম তৈরি করা হোক। বিজেপি এদের আইনি সাহায্য দেবে।