Advertisement

'ঘরের বউকে বলছে কয়লা চোর, এর জবাব চাই', হুগলিতে আক্রমণ মমতার

হুগলির (Hooghly) সাহাগঞ্জের ডানলপ মাঠের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, 'ঘরের বউকে বলছে কয়লা চোর! কত বড় দুঃসাহস এদের। মহিলাদের নূন্যতম সম্মান দিতে জানে না। এর জবাব চাই। জবাব দিতে হবে।' মমতা আরও বলেন, 'আপিন ঘরে ঢুকে গিয়ে বাচ্চা মেয়েকে কয়লা চোর বলছেন? আপনার গায়েই কালি লেগে আছে। সেল রেল সব বিক্রি হচ্ছে কেন? নরেন্দ্র মোদী (Narendra Modi) জবাব দাও।' 

মমতা বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায় (বামদিক থেকে)
Aajtak Bangla
  • হুগলি,
  • 24 Feb 2021,
  • अपडेटेड 8:25 AM IST
  • রুজিরাকে নোটিশের প্রতিবাদে সরব মমতা
  • 'মহিলাদের নূন্যতম সম্মান দিতে জানে না'
  • হুগলির সভায় আক্রমণ তৃণমূল নেত্রীর

কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই-এর নোটিশ নিয়ে নাম না করে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির (Hooghly) সাহাগঞ্জের ডানলপ মাঠের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, 'ঘরের বউকে বলছে কয়লা চোর! কত বড় দুঃসাহস এদের। মহিলাদের নূন্যতম সম্মান দিতে জানে না। এর জবাব চাই। জবাব দিতে হবে।' মমতা আরও বলেন, 'আপিন ঘরে ঢুকে গিয়ে বাচ্চা মেয়েকে কয়লা চোর বলছেন? আপনার গায়েই কালি লেগে আছে। সেল রেল সব বিক্রি হচ্ছে কেন? নরেন্দ্র মোদী (Narendra Modi) জবাব দাও।' 

কয়লা পাচারকাণ্ডে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিয়েছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। রবিবারই তাঁর বড়িতে গিয়ে নোটিশ দেয় সিবিআই। রুজিরাকে বাড়িতে গিয়েই জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই-এর আধিকারিকরা। নোটিশের জবাবে সোমবার রুজিরা জানান মঙ্গলবার তদন্তকারীদের মুখোমুখি হবেন তিনি। সেই মতো মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে পৌঁছায় সিবিআই-এর ৮ সদস্যের প্রতিনিধি দল। সূত্রের খবর, রুজিরার বয়ন লিখিত আকারে নেন তদন্তকারীরা। শান্তিনিকেতন ছাড়া তাঁর আর কোনও ঠিকানা আছে কি না, বা পাসপোর্ট সংক্রান্ত প্রশ্নও করা হয় বলে খবর। অন্যদিকে সিবিআই পৌঁছনোর আগেই অভিষেকর বাড়িতে যান মমতাও।

এদিন ডানলপের সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'হিংসা করতে করতে কুৎসা করছে বিজেপি। আমি রেলমন্ত্রী থাকাকালিন  দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো করেছি। বহু রেল প্রকল্প আমি করেছি। তুমি শুধু ফিতে কেটেছ। প্রধানমমন্ত্রী হয়ে মিথ্যে কথা বলছেন? উনি আজ আছেন, কাল থাকবেন না।' এদিন নাম না করে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে আক্রমণ করতে গিয়ে মমতা বলেন, 'একটি হোঁদল কুতকুত, অন্যটা কিম্ভুত কিমাকার।' তৃণমূল নেত্রী বলেন, 'বাংলায় বিজেপিকে হারান, ট্রাম্পের থেকেও খারাপ হাল হবে মোদীর। তৃণমূল তোলাবাজ হলে আপনারা দাঙ্গাবাজ।'

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement