Viral Chutkule in Bengali: হাসলে ইতিবাচক পরিবেশ বজায় থাকে। একজন মানুষ যখন স্ট্রেস থেকে দূরে থাকে, তখন মানসিক রোগও কাছে আসে না। প্রাণ খুলে হাসিকে বলা হয় সুস্বাস্থ্যের রহস্য। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।
> প্রেমিক: তুমি যখন আমাকে বিয়েই করবে না তখন আমার চিঠিগুলো ফেরত দাও।
প্রেমিকা: চিঠিগুলো আমি পুড়িয়ে ফেলব।
প্রেমিক: না, না, ওগুলো লিখতে আমার অনেক কষ্ট হয়েছে। দ্বিতীয়বার আর কষ্ট করতে পারব না।
> প্রেমিক প্রেমিকা একটা হোটেলে বসে আছে। বেয়ারা এলো অর্ডার নিতে। প্রেমিক প্রেমিকাকে বললো, ‘কী অর্ডার দেবে দাও।’
প্রেমিকা : আমার এক কাপ কফি হলেই চলবে। তোমার জন্য একটা অ্যাম্বুল্যান্স অর্ডার দাও।
প্রেমিক: অ্যাম্বুল্যান্স কেন?
প্রেমিকা : ওই দেখো আমার স্বামী এদিকেই আসছে।
> প্রেমিক: শিকারের সময় এমন অবস্থা হয়েছিল যে, হয় বাঘ মরবে আমার হাতে না হয় আমি মরব বাঘের হাতে।
প্রেমিকা: বাঘ মরে ভালোই হয়েছে। তোমার গায়ের চামড়া তো আর কোন কাজে আসত না।
> প্রেমিক: প্রিয়তমা, আমি যতটা ভালবাসি মজনু লায়লাকে বা ফরহাদ শিরিকে এতটা ভালোবাসেনি।
প্রেমিকা: তবে আমরা তো ইচ্ছে করলেই বিয়ে করে ফেলতে পারি।
প্রেমিক: খবরদার প্রসঙ্গ বদলাবে না! আমি তোমাকে প্রেমের কথা বলছি, এর ভিতরে বিয়ের কথা আসে কী করে?
> যদি দুনিয়াটা পাল্টে দিতে চান তাহলে বিয়ে করার আগেই সে চেষ্টা করুন।
কারণ, বিয়ের পর আপনি এমনকি নিজের ঘরে টিভির চ্যানেলটাও নিজের ইচ্ছায় পাল্টাতে পারবেন না!
> অপু বলছে তার প্রেমিকাকে, ‘প্রেয়সী আমার, তোমার সঙ্গে আমি আমারসব কথা শেয়ার করতে চাই। আমার সুখ, দুঃখ, হাসি, কান্না…সব!
প্রেমিকা: শুরুটা তাহলে তোমার এটিএম কার্ডের পাসওয়ার্ড দিয়েই হোক।
> প্রেমিকা: তুমি কি বিয়ের পরও আমাকে এত বেশি ভালোবাসবে?
প্রেমিক: কেন নয়? আমার বিবাহিতা মেয়েদের খুবই ভালো লাগে!
( Disclaimer: এখানে দেওয়া কৌতুকগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে৷ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়া৷ আমাদের উদ্দেশ্য কোনও জাতি, ধর্ম, নাম বা বর্ণের ভিত্তিতে কাউকে হেয় করা বা উপহাস করা নয়।)