Viral Chutkule in Bengali: হাসলে ইতিবাচক পরিবেশ বজায় থাকে। একজন মানুষ যখন স্ট্রেস থেকে দূরে থাকে, তখন মানসিক রোগও কাছে আসে না। প্রাণ খুলে হাসিকে বলা হয় সুস্বাস্থ্যের রহস্য। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।
> খুব সুন্দরী এক মেয়ে দাঁড়িয়ে আছে শপিং মলের এক কোণে।
উঠতি রংবাজ এক যুবকের খুব মনে ধরেছে তাকে। রূপের আকর্ষণে থাকতে না পেরে সাহস করে এক পা দু পা করে সামনে গিয়ে দাঁড়ালো। এরপর কোনো ভূমিকা ছাড়া একদমে প্রশ্ন ছুঁড়লো-
রংবাজ: বিয়ে হয়ে গেছে আপনার?
সুন্দরী: হ্যাঁ। কোনো সমস্যা?
রংবাজ: না মানে, ছেলে কী করে?
সুন্দরী মাস্তানের গালে এক চড় কষিয়ে দিয়ে বললো: আফসোস! সে এখন শুধু ‘আফসোস’ করে।
> কোন এক জ্ঞানী বলেছিলেন- একই শত্রুর বিরুদ্ধে বারবার যুদ্ধ করা অনুচিত। এর ফলে আপনি না চাইলেও নিজের সমস্ত রণকৌশল তাকে শিখিয়ে ফেলবেন। জ্ঞানীর এই কথা স্বামী-স্ত্রীর ক্ষেত্রেও খাটে। তারা সারাটা জীবন একজন আরেকজনের সঙ্গে ঝগড়া-বিবাদে এতটাই পোক্ত হয়ে যায় যে দুজনের কেউ-ই হার স্বীকার করে না।
কারণ, দুজনেই দুজনের কৌশল মুখস্ত করে ফেলেন। ফলটা হচ্ছে, আমরণ লড়াই চলে কিন্তু ফলাফল হয় না- মন্টুর বাবার ডায়েরি থেকে
> বস: বল দেখি মাতাল আর সাপের মধ্যে মিল কোথায়?
কর্মচারী: স্যার, দিনভর দুইজনে যতই এঁকেবেঁকে চলুক না কেন- ঘরে ফেরার বেলায় নিজের বাড়ি ঠিকই চিনে নেয়।
> গভীর রাতে দিঘার এক হোটেল ম্যানেজারের ঘুম ভাঙলো বোর্ডারের ফোন কলে।
ম্যানেজার: হ্যালো স্যার, বলুন কী করতে পারি?
বোর্ডার: আমি ২০১৩ নম্বর রুম থেকে বলছি। স্ত্রীর সঙ্গে আমার ঝগড়া হচ্ছে গত এক ঘণ্টা ধরে...
ম্যানেজার: স্যার, এটা আপনাদের নিজেদের মামলা। সরি, এতে আমরা নাক গলাতে পারছি না...
বোর্ডার: আমি বলেছি এই বউ নিয়া সংসার করবো না...
ম্যানেজার: এটাও স্যার আপনার ব্যক্তিগত বিষয়। আইনত আমরা...
বোর্ডার: ও এখন জানালা দিয়ে লাফ দিয়ে মরতে চাইছে...
ম্যানেজার: স্যার, অত্যন্ত দুঃখিত। এটাও আপনাদের স্বামী-স্ত্রীর বিষয়।
বোর্ডার: চুপ কর গাধা! জানালাটা খুলছে না, এখন আমার বউ কী করবে সেটা বল আগে!
> ছেলে বিদেশ থেকে এসে তার মাকে জিজ্ঞেস করল-
ছেলে: মা, আমার বউ কোথায়?
মা: তোর বউ তো মরে গেছে!
ছেলে: আমাকে এতোদিন বলনি কেন?
মা: ভাবছি তোকে ‘সারপ্রাইজ’ দেব!
> লাল্টুর ফাঁসির রায় হলো-
পুলিশ: লাল্টু মরার আগে তোমার শেষ ইচ্ছা কী?
লাল্টু: আমার শেষ ইচ্ছা পূরণ করবেন?
পুলিশ: হ্যাঁ, করবো।
লাল্টু: তাহলে ফাঁসির সময় আমার মাথা নীচে দিবেন আর পা উপরে দিবেন।
( Disclaimer: এখানে দেওয়া কৌতুকগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে৷ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়া৷ আমাদের উদ্দেশ্য কোনও জাতি, ধর্ম, নাম বা বর্ণের ভিত্তিতে কাউকে হেয় করা বা উপহাস করা নয়।)