Viral Chutkule in Bengali: হাসলে ইতিবাচক পরিবেশ বজায় থাকে। একজন মানুষ যখন স্ট্রেস থেকে দূরে থাকে, তখন মানসিক রোগও কাছে আসে না। প্রাণ খুলে হাসিকে বলা হয় সুস্বাস্থ্যের রহস্য। চলুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জোকস পড়া যাক।
> দুষ্টু বাচ্চা (দোকানে গিয়ে)— কাকু, আমি বড় হলে তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে?
দোকানদার (স্নেহপরায়ণ হয়ে)— নিশ্চয়ই বাবা। কেন দেব না?
দুষ্টু বাচ্চা— তাহলে তোমার হবু জামাইকে দুটো আইসক্রিম খাওয়াও ফ্রি-তে!
> শাশুড়ি— মেয়ে বলল, তুমি নাকি পেট্রোল পাম্পে গা়ড়িতে তেল ভরাতে গেলে ওকে বাইরে দাঁড় করিয়ে রাখো?
জামাই— হ্যাঁ মা।
শাশুড়ি— জানো না, কী ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে?
জামাই— ভিতরে নিয়ে গেলে আরও ভয়ঙ্কর বিপদ ঘটবে।
শাশুড়ি— মানে!
জামাই— দেখেননি, পাম্পের গায়ে লেখা থাকে, ‘‘আগুন লাগিয়ে দেয় এমন বস্তু দূরে রাখুন?’’
> শ্বশুরকে জামাই— বাবা, আমি ঠিক করেছি সন্ন্যাস নেব।
শ্বশুর— অ্যাঁ! কেন!
জামাই— পরকালের কাজ সব করে রেখে যেতে চাই। কিন্তু যাওয়ার আগে কারও কাছে ঋণ রাখব না।
শ্বশুর— আমার কাছে তোমার তো কোনও ঋণ নেই বাবা।
জামাই (স্ত্রী ও তিন সন্তানকে এগিয়ে দিয়ে)— ১২ বছর আগে আপনার মেয়েকে দিয়েছিলেন। আজ সুদ-সহ মিটিয়ে দিয়ে গেলাম।
> স্বামী আর স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া। মুখ দেখা, কথা বন্ধ।
রাতে শুতে যাওয়ার সময় স্বামীর মনে পড়ল পরের দিন ভোরবেলা ফ্লাইট। এদিকে স্বামী বেচারা সকালে উঠতে পারে না। সাত-পাঁচ ভেবে সে একটি কাগজে লিখল…
“কাল সকাল চারটার সময় ডেকে দিও”, কাগজটা স্ত্রীর বালিশের কোণায় চাপা দিয়ে স্বামী নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল।
পরের দিন সকালে সাড়ে আটটার সময় স্বামীর ঘুম ভাংল। সময় দেখে তার তো চক্ষু চড়কগাছ।
রেগেমেগে চিৎকার করে স্ত্রীকে ডাকতে গিয়ে তার নজরে পড়ল বালিশের পাশে একটা চিরকুট। খুলে দেখল লেখা আছে… “চারটে বেজে গেছে, উঠে পড়ো।”
> স্বামী প্রতিদিন অনেক রাত করে বাড়ি ফেরেন। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া।
স্বামী (মোবাইলে): আজ রাতের খাবার কী?
স্ত্রী (রেগে): বিষ আছে! বিষ!
স্বামী: ঠিক আছে, তুমি খেয়ে শুয়ে পড়ো। আমার ফিরতে আরও দেরি হবে।
> স্ত্রী: কখনো ভেবে দেখেছ, আমি একদিন মরে যাব।
স্বামী: না না! তুমি মরে গেলে আমিও যে মারা যাব !
স্ত্রী: কিন্তু কেন?
স্বামী: কারণ এত আনন্দ আমি সহ্য করতে পারব না!
( Disclaimer: এখানে দেওয়া কৌতুকগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া বিষয়বস্তু থেকে নেওয়া হয়েছে৷ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়া৷ আমাদের উদ্দেশ্য কোনও জাতি, ধর্ম, নাম বা বর্ণের ভিত্তিতে কাউকে হেয় করা বা উপহাস করা নয়।)