Advertisement

Suvendu Adhikari on Chinmoy Prabhu: পেট্রাপোল থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন, চিন্ময় কৃষ্ণ ইস্যুতে পথে নামার প্রস্তুতি শুভেন্দুদের

রাজ্যের বিরোধী দলনেতা স্পষ্ট করে দেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন না দিলে পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও অবরোধ করবে হিন্দুরা। আজ মঙ্গলবার এবং আগামিকাল বুধবার বাংলাদেশ নিয়ে রাজ্য বিধানসভার সামনে প্রতিবাদ করা হবে। বিজেপি বুধবার বাংলাদেশের ডেপুটি হাইকমিশন ঘেরাও করবে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এই ঘটনায় রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা জানান, আজ সন্ধ্যায় প্রতিবাদ কর্মসূচি হিসাবে মশাল ব়্যালি করা হবে। পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও অবরোধ করবে হিন্দুরা।

চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে পথে নামছেন শুভেন্দু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Nov 2024,
  • अपडेटेड 3:27 PM IST


সোমবার ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র, ইসকনের সংগঠক ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে।। সেই গ্রেফতারকে কেন্দ্র করে বাংলাদেশে বিক্ষোভ আছড়ে পড়েছে। । তার রেশ  পড়েছে এপার বাংলাতেও। এদিন চিন্ময় কৃষ্ণের  জামিনের  আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। আর হিন্দু সন্ন্যাসীর এই গ্রেফতার নিয়ে ইউনূস সরকারকে  হুঁশিয়ারি দিয়েছেন  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

রাজ্যের বিরোধী দলনেতা স্পষ্ট করে দেন ইসকনের সন্ন্যাসী  চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন না দিলে পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও অবরোধ করবে হিন্দুরা। আজ মঙ্গলবার  এবং আগামিকাল  বুধবার বাংলাদেশ নিয়ে রাজ্য বিধানসভার সামনে প্রতিবাদ করা হবে। বিজেপি বুধবার বাংলাদেশের ডেপুটি হাইকমিশন ঘেরাও করবে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এই ঘটনায় রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা জানান, আজ সন্ধ্যায় প্রতিবাদ কর্মসূচি হিসাবে মশাল ব়্যালি করা হবে। পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও অবরোধ করবে হিন্দুরা।

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির খবর পাওয়ার পরেই রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী  বলেন, "বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে মৌলবাদী ডক্টর ইউনূস সরকার গ্রেফতার করেছে। আমরা এই খবর পেয়ে অত্যন্ত বিচলিত ও চিন্তিত। আমরা সকলে ভাবিত। তাঁর নিঃশর্ত মুক্তির দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ হবে। পাশাপাশি বাংলাদেশ সীমান্তে সনাতনীরা ধ্বজা নিয়ে অবরোধ করবে। বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে কোনও পরিষেবা নিতে দেব না। অভিলম্বে ইউনূস সরকারকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি দিতে হবে।"

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু অধিকারী। ইউনূস সরকারকে ‘মৌলবাদী’ বলে তোপ দেগে তাঁর হুঁশিয়ারি, ”চিন্ময় প্রভু ওখানে সনাতন হিন্দু সমাজের সম্মানীয় প্রতিনিধি। সংখ্যালঘুদের নিরাপত্তার স্বার্থে তিনি লড়াই করছেন। তাঁকে দ্রুত না ছেড়ে দিলে আমরা সব পরিষেবা বন্ধ করে দেব। মনে রাখবেন, এখান থেকে কিন্তু সমস্ত পণ্য পৌঁছয় ওপার বাংলায়।” মঙ্গলবার এনিয়ে বিধানসভার বাইরে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখান। তাঁদের হাতের পোস্টারে লেখা, ‘চিন্ময় মহাপ্রভুর নিঃশর্ত মুক্তি চাই।’

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement