Advertisement

Mamata Banerjee: 'দলের নামে চাঁদা তুলবেন না,' ঠিক কী বললেন মমতা? ১০ পয়েন্টে

Mamata Banerjee: ২১শের সভায় লক্ষাধিক মানুষের সমাগমের মধ্যে বিজেপিকে একঝাঁক নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের পাশাপাশি সম্প্রতি মহারাষ্ট্রের প্রসঙ্গ টেনেও আক্রমণ করেন তৃণমূল নেত্রী। পাশাপাশি এদিনের সভা থেকে সিপিএমের উদ্দেশ্যেও তোপ দাগেন তিনি। দেখে নিন আজ মমতা বন্দ্যোপাধ্যায়ে বক্তৃতার ১০ দিক। 

মমতা বন্দ্যোপাধ্যায়।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Jul 2022,
  • अपडेटेड 2:38 PM IST
  • 'দলের নামে চাঁদা তুলবেন না,'
  • ঠিক কী বললেন মমতা?
  • জানুন বিস্তারিত তথ্য

Mamata Banerjee: ২১শের সভায় লক্ষাধিক মানুষের সমাগমের মধ্যে বিজেপিকে একঝাঁক নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের পাশাপাশি সম্প্রতি মহারাষ্ট্রের প্রসঙ্গ টেনেও আক্রমণ করেন তৃণমূল নেত্রী। পাশাপাশি এদিনের সভা থেকে সিপিএমের উদ্দেশ্যেও তোপ দাগেন তিনি। দেখে নিন আজ মমতা বন্দ্যোপাধ্যায়ে বক্তৃতার ১০ দিক। 

১) বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, "আপানাদের এখানে এসে পৌঁছনোর পর আবার সূর্য উঠেছে। এটাই আলোর দিশারি। আলোর দিশা নিয়ে এগিয়ে যেতে হবে। বিজেপি সব জায়গায় সরকার ভাঙছে। এটাই এদের কাজ। বাংলায় হারাতে চেষ্টা করেছিল। পারেনি।"

২) চাকরি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "কেন্দ্রীয় রিপোর্ট বলছে, বাংলায় কৃষকদের আয়ে প্রথম। সারা ভারতে ৪৫ শতাংশ বেকারত্ব বেড়েছে। বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কমেছে। দেউচা পাঁচামির কাজ শুরু হয়ে গিয়েছে। ১ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে। তাজপুর পোর্ট হচ্ছে।"

৩) মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সিলিকন ভ্যালি হচ্ছে। ৫০ হাজার আইটি জানা ছেলেমেয়ের চাকরি হবে। দেউচা হয়ে গেলে বিদ্যুতের দাম বাংলায় কমে যাবে। ৫০০টি শিল্পপার্ক হচ্ছে।"

৪) পদ্ম শিবিরকে তোপ দেগে তৃণমূল নেত্রী বলেন, "বিজেপি চায় না চাকরি হোক। তাই কুটুস কুটুস করছে। আমি চাকরি দেব বাংলার লোককে। আমি জানি রাস্তা কীভাবে বের করতে হয়। কেউ ইচ্ছে করে ভুল করে, তার শাস্তি পাবে। সিপিএম আমলে এক একটা শিক্ষকের চাকরি ১০ লক্ষ, ১৫ লক্ষ টাকার চাকরি বিক্রি হত।"

৫) তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, "মানুষের এই বৃষ্টিই বিজেপিকে দেশ থেকে তাড়াবে। ওদের মেরুদণ্ড বাঁকা। একদিকে সিবিআই, একদিকে ইডি।"

৬) কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মুড়িতে জিএসটি, চিঁড়েতে জিএসটি, চালে জিএসটি আমাদের জিনিস ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। রোগী বিছানায় ভর্তি হলেও জিএসটি। পেট ভরাতে জিএসটি।"

Advertisement

৭) দলীয় কর্মীদের সতর্ক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "চায়ের দোকানে চা খান। চা দোকানির টাকায় নয়, নিজের টাকায় খান। কারও কাছে দলের নামে চাঁদা তুলবেন না। আমার কাছে দুটো অভিযোগ এসেছে।"

৮) বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এই বিজেপি সরকার সবার চাকরি খেয়ে নিচ্ছে। রেলে ৮০ হাজার চাকরি খেয়ে নিয়েছে।"

৯) কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "বাংলাকে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না। গরিব মানুষ গত সাত মাস ধরে কাজ করে টাকা পাচ্ছেন না। আরও কত টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র।"

১০) গেরুয়া শিবিরকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দেশ ছেড়ে হাজারের উপর শিল্পপতি চলে গিয়েছেন। এটাই বিজেপির উন্নয়নের মডেল! লোকসভায় একটিও আসন বিজেপিকে জিততে দেওয়া যাবে না।"

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement