আজ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হতে পারে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বর্তমানে নিম্নচাপটি দক্ষিণবঙ্গ ও সংলগ্ন এলাকায় উপরেই অবস্থান করছে। যার কারণে আজ শুক্রবার দক্ষিণবঙ্গে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দুপুরের পর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। ৭ তারিখ শনিবার ও ৮ তারিখ রবিবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। তারপরেই বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুক্রবার এবং শনিবার পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে শুক্রবার দক্ষিণের সব জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা। শনিবার কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমবে।
উত্তরবঙ্গে শনিবার থেকে বৃষ্টিপাত কমবে। তবে ভারী বৃষ্টিপাত হবে কোচবিহার, আলিপুরদুয়ারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং ও কালিম্পঙে ধসের সম্ভাবনা রয়েছে। ৭ তারিখ থেকে উত্তরবঙ্গে অনেকটাই কমে যাবে বৃষ্টিপাত। শুক্রবার উত্তরে শুধুমাত্র আলিপুরদুয়ার এবং কোচবিহারেই ভারী বৃষ্টি হবে। তাছাড়া বাকি সব জেলায় মাঝারি বৃষ্টি জারি থাকবে। সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।