নায়কের সঙ্গে হোটেল রুমে 4 ঘণ্টা থাকলেন সায়ন্তিকা? কিন্তু কেন? কি বা তিনি করলেন নায়কের সঙ্গে? আসলে তিনি ছায়াবাজ ছবির শুটিং করছিলেন। তখন এমন ঘটনা ঘটল, যে শুট ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হলেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন তাঁর অনুমতি ছাড়াই কোরিওগ্রাফার মাইকেল হাত ধরেন। কিছু টেকনিক্যাল সমস্যা নিয়ে তিনি প্রযোজক মণিরুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনও উত্তর তিনি পাননি। সেই কারণেই তিনি দেশে ফিরে এলেন। যদিও পাল্টা প্রযোজক তাঁকে অপেশাদার বলেও কটাক্ষ করেছন।