দেশে চলছে উৎসবের মরশুম। চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউও। এ হেন কঠিন সময়ে ইতিহাস গড়ল ভারত। ভারতে ১০০ কোটি ডোজ টিকাকরণ সম্পন্ন হল। দেশে ইতিমধ্যে ৭৪.৯ শতাংশ মানুষের করোনা টিকার প্রথম ডোজ নেওয়া হয়ে গিয়েছে, বলছে পরিসংখ্যান। এরইমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফে বারবার অভিযোগ তোলা হয়েছে যে, কেন্দ্র থেকে সঠিক ভ্যাকসিনের যোগান পাচ্ছেনা রাজ্য। যদিও বর্তমানে ভ্যাকসিনের জন্য লম্বা লাইন কিছুটা হলেও কমেছে রাজ্যে। বাংলার রাজধানী কলকাতার হাসপাতালগুলিতে টিকাকরণের চিত্রটা কেমন, ঘুরে দেখলো আজতক বাংলা।