বুধবার ফের পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে পেশ করা হবে। তার আগে দুজনের স্বাস্থ্য পরীক্ষা করাতে জোকা ESI হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। এর আগে স্বাস্থপরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন ষড়যন্ত্রের শিকার তিনি, এছাড়া টাকা তার নয় বলেও দাবি করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতাও বলেছিলেন তাঁর অনুপস্থিতিতে টাকা তার ঘরে রাখা হয়েছিল, তিনি কিছুই জানেন না। সাংবাদিক যাতে কোনও মন্তব্য করতে না পারেন তারা সেব্যাপারে সজাগ ছিল ইডির আধিকারিকরা। এছাড়া মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছোড়ে এক মহিলা। তাই কড়া নিরাপত্তার মধ্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয়।