সোমবার থেকেই শুরু হয়ে গেল প্রাক বর্ষার বৃষ্টি। সকালের আকাশ যেন চেনা দায়। ঘড়ি দেখলে বোঝার উপায় নেই কটা বাজে। যেন সকালেই যেন সন্ধ্যা নেমে এসেছে গোটা কলকাতায়। আকাশের মুখ ভার। কালো মেঘে ঢেকে গিয়েছে আকাশ। শুরু হয়ে গিয়েছে বৃষ্টিও। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল সোমবার থেকে শুরু হয়ে যাবে প্রাক বর্ষার বৃষ্টি। সেই মতোই কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে সোমবার সকাল থেকেই অঝোরে বৃষ্টি। তাহলে কি অবশেষে প্যাচপ্যাচে গরমের হাত থেকে মুক্তি পেতে চলেছে বঙ্গবাসী? আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কলকাতায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও অস্বস্তি পিছু ছাড়বে না। তবে মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি। দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি শুরু হবে বুধবার। বজ্র বিদ্যুত সহ বিক্ষিপ্ত বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবার থেকেই। সেই মতোই আকাশ কালো করে শুরু হল বৃষ্টি। আগামী চার পাঁচ দিনে ক্রমশ তাপমাত্রা কমবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বুধ বৃহস্পতিবার এর মধ্যে।