
শিশুদিবসে রঙিন স্বপ্ন দেখার বদলে দিল্লির শিশুরা চোখ মেলছে দূষণে ভরা সকালে। রঙের বাক্সে থাকা নীল রংপেন্সিল দিয়ে আর আকাশ আঁকে না রাজধানীর শিশুরা। তাদের কাছে আকাশের রং ধূসর। তাদের বেড়ে ওঠার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে ধুলো, ধোঁয়া আর হাঁপানি। মুক্ত বাতাসে ডানা মেলে ওড়ার বদলে মাস্ক পরে বেরোতে হচ্ছে বাইরে। আর এই শিশু দিবসেই বিশেষজ্ঞদের গবেষণা রিপোর্ট আতঙ্ক তৈরি করছে কচিকাচাদের অভিভাবকদের মনে।
দিল্লিতে বসবাসকারী জেনারেশন আলফার আয়ু কমে যাচ্ছে। কমবয়সে মৃত্যু হওয়ার আশঙ্কা তাদের। বুদ্ধাঙ্ক কম থাকবে, রুগ্নতা গ্রাস করবে। ঘনঘন অসুস্থ হওয়ার প্রবণতা বাড়বে এবং সর্বোপরি স্কুলে এই জেনারেশনের পারফর্ম্যান্সেও গভীর প্রভাব পড়বে। নেপথ্যে রয়েছে বিষ বাতাসে শ্বাস নেওয়া।
২০১৭ সাল থেকেই দিল্লির বায়ুদূষণ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা ওয়ার্নিং দিচ্ছেন। কোন কোন বিষয়গুলি নিয়ে রয়েছে উদ্বেগ?
> কমছে আয়ু
বৈজ্ঞানিক প্রমাণে উঠে আসছে শিউরে ওঠার মতো তথ্য। ২০২১ এবং ২০২২ সালের দু'টি গবেষণায় দেখা গিয়েছে, দিল্লির শিশুদের অকালমৃত্যুর সংখ্যা বাড়ছে। অধিকাংশই নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। ৫ বছর আগে জন্ম নেওয়া শিশু ইতিমধ্যেই ৮২৬টি দূষিত দিনে শ্বাস নিয়ে ফেলেছে। যা ৫ বছরের জীবনের প্রায় অর্ধেক। এই ৮২৬ দূষিত দিনের মধ্যে ৮১ দিনই বাতাসের গুণমান ছিল গুরুতর।
> কমছে বুদ্ধাঙ্ক
দূষিত বাতাস মস্তিষ্কেও প্রভাব ফেলে। ল্যানসেটের গবেষণা রিপোর্ট বলছে দূষণের জেরে শিশুদের বুদ্ধাঙ্কও কমছে। ফলত দিল্লির শিশুরা অন্যান্য রাজ্যের শিশুদের থেকে কিছুটা হলেও পিছিয়ে থাকছে। স্মৃতিশক্তি এবং একাগ্রতাতেও প্রভাব ফেলে বলে দেখিয়েছে ২০২৪ সালের একটি আমেরিকান স্টাডি।
> রুগ্ন
গবেষণা রিপোর্টে দেখা গিয়েছে, যত দূষণের মাত্রা বেড়েছে দিল্লির হাসপাতালগুলিতে শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের সংখ্যাও বেড়েছে। ওয়েটিং রুমগুলিতে অপেক্ষারত শিশুদের কাশির আওয়াজ শোনা যায় যে কোনও হাসপাতালে পা রাখলেই। ৫-৭ দিনের ওষুধের কোর্সও কাজে দিচ্ছে না। অন্তত ২ সপ্তাহ ওষুধ খেতে হচ্ছে।
> স্কুলের রেজাল্ট খারাপ
২০২১ সালের আমেরিকান ইকোনমিক জার্নাল: অ্যাপ্লায়েড ইকোনমিক্সের রিপোর্ট অনুযায়ী, পরীক্ষার সময়ে দেখা গিয়েছে দিল্লির শিশুদের রেজাল্ট খারাপ হচ্ছে অন্য রাজ্যের তুলনায়।
দিল্লির পাশাপাশি গুরুগ্রাম, নয়ডা, লখনউ, কানপুরেও অতিরিক্ত দূষণের গুরুতর প্রভাব পড়ছে শিশুদের উপর। এ বছর ১৫টির মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি দূষিত ১০টি শহর ভারতেরই। ফলে এটা কেবলমাত্র দিল্লির সমস্যা নয়, এটা জাতীয় সমস্যা। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।