Advertisement

Nail Shape Personality Test: নখের আকার অনুযায়ী আপনার চরিত্র কেমন? জেনে নিন

Nail Shape Personality Test: কিছু বিশেষজ্ঞের মতে নখের আকার দেখেই কোনও ব্যক্তির বিভিন্ন অভ্যাস, জীবনযাত্রার ধারণা করে দেওয়া যায়। সেই ভিত্তিতে আজকের প্রতিবেদনে মোট চার ধরনের নখের বিষয়ে জানতে পারবেন। এই চার ধরনের নখের উপর নির্ভর করে বিভিন্ন ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারিত হয়।

Nail Shape personality test
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jul 2023,
  • अपडेटेड 2:00 PM IST
  • মানুষের নখের আকৃতি থেকেও তাঁর ব্যক্তিত্বের বিষয়ে বেশ কিছু বিষয় বলে দেওয়া যায়।
  • নখের আকারের উপর ভিত্তি করে আপনার ব্যক্তিত্ব, ক্ষমতা, দুর্বলতা, স্বভাবের ধারণা করা যায়।
  • লম্বা নখ, চওড়া নখ, গোলাকৃতির নখ এবং বর্গাকৃতির নখের উপর ভিত্তি করে কারও ব্যক্তিত্ব বোঝা সম্ভব।

Nail Shape Personality Test: আপনার কি নখ একটু লম্বাটে আকারের? নাকি চওড়াই বেশি? অনেকের আবার একেবারে গোলাকার বা বর্গাকার নখও হয়। বিভিন্ন লোকমতে, মানুষের নখের আকৃতি থেকেও তাঁর ব্যক্তিত্বের বিষয়ে বেশ কিছু বিষয় বলে দেওয়া যায়। এই প্রতিবেদন থেকে নিজেই যাচাই করতে পারবেন, প্রচলিত ধারণা মতে, আপনার নখের আকার অনুযায়ী ব্যক্তিত্ব কেমন। 

অনেকের মতে, নখের আকার থেকেই কারও ব্যক্তিত্ব বলে দেওয়া সম্ভব। কিছু বিশেষজ্ঞের মতে নখের আকার দেখেই কোনও ব্যক্তির বিভিন্ন অভ্যাস, জীবনযাত্রার ধারণা করে দেওয়া যায়। সেই ভিত্তিতে আজকের প্রতিবেদনে মোট চার ধরনের নখের বিষয়ে জানতে পারবেন। এই চার ধরনের নখের উপর নির্ভর করে বিভিন্ন ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারিত হয়। লম্বা নখ, চওড়া নখ, গোলাকৃতির নখ এবং বর্গাকৃতির নখের উপর ভিত্তি করে কারও ব্যক্তিত্ব কেমন, তার একটি ধারণা করা যেতে পারে। তবে এসব পুরোটাই লোকের মুখে প্রচলিত। 

নখের আকারের উপর ভিত্তি করে আপনার ব্যক্তিত্ব, ক্ষমতা, দুর্বলতা, স্বভাব, ব্যবহার ও মনোভাবের একটি ধারণা করা যেতে পারে। যেমন ধরুন, নখ দেখেই ধারণা করা যেতে পারে যে, কোনও ব্যক্তি খুব টেনশন করেন কিনা। আবার একইভাবে কেউ খুব খুঁতখুঁতে কিনা, সৃষ্টিশীল কিনা, সেগুলিও নখের আকার দেখে বলে দেওয়া যেতে পারে। 

পার্সোনালিটি টেস্ট: নখের আকার অনুযায়ী ব্যক্তিত্ব
১. লম্বাটে নখ:
অনেকের হাতেই সুন্দর, লম্বাটে নখ থাকে। এমনটা হলে বুঝবেন, এই ধরনের বেশিরভাগ ব্যক্তিই সৃষ্টিশীল, কল্পনাপ্রবণ হন। ছোট ছোট বিষয় নিয়েও তাঁরা অত্যন্ত যত্নশীল হন। আপনার বাম মস্তিষ্কের তুলনায় সম্ভবত তাঁর ডান মস্তিষ্ক বেশি শক্তিশালী।

অর্থাত্, আপনার হাতে যদি লম্বাটে ধরনের নখ থাকে, তাহলে বুঝবেন, আপনার একইসঙ্গে সৃষ্টিশীল এবং যুক্তি মেনে চলার ক্ষমতা রয়েছে। যখন যে ক্ষমতাটা প্রয়োজন, সেই অনুযায়ী কাজে লাগান। 

Advertisement

এই ধরনের ব্যক্তিরা সাধারণত বেশ শান্ত স্বভাবেরই হন। তবে মাঝে মাঝে একটু মাথা গরম হয়ে যায়। রোজকার সমস্যা এমন ব্যক্তিরা ভালই মানিয়ে নেন। কিন্তু হঠাত্ সমস্যা এলে হতচকিত হয়ে যান। কর্মক্ষেত্রেও এঁরা নিজের ১০০% দেন।

২. চওড়া নখ: কোনও ব্যক্তির চওড়া, খাটো নখ আছে মানে তিনি বেশ খোলা মনের মানুষ। নিজের মনের ভাব সহজেই প্রকাশ করতে পারেন। এঁদের মনেও যা, মুখেও তা। অনেক সময়ে এর জন্য এঁদের বিড়ম্বনাতেও পড়তে হয়। 

চওড়া নখ থাকা ব্যক্তিরা সাধারণত নতুন নতুন ভাবনা, প্রস্তাবের বিষয়ে আগ্রহী হন। এই কারণে কথা বলা, আলাপ-আলোচনার জন্য এই ব্যক্তিরা দারুণ। এঁদের কাছে সহজেই মানুষ আপন বোধ করতে শুরু করেন। সেই কারণে তাঁদের মানুষকে প্রভাবিত করার ক্ষমতাও বেশি। 

৩. গোলাকৃতির নখ: আপনার যদি গোল নখ থাকে, তবে সম্ভবত আপনি খুব কৌতূহলি একজন মানুষ। মানে ধরুন হঠাত্ নতুন কিছু শুনলেন, সঙ্গে সঙ্গে সেই বিষয়ে গুগল করে নেন। সেটার বিষয়ে জানতে পছন্দ করেন। না না বিষয়ে প্রশ্নও করতেও ভালবাসেন। 

এই ধরনের ব্যক্তিরা খুব ট্রেন্ড, খবরের বিষয়ে আপডেটেড থাকতে পছন্দ করেন। 

গোলাকৃতির নখের ব্যক্তিরা বেশ ইতিবাচক মনোভাবাপন্ন হন। কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও তাই তাঁরা সহজেই ঘুরে দাঁড়াতে পারেন। 

এমন ব্যক্তিরা সাধারণত খুব পরিশ্রমী হন। আবার সকলের সঙ্গে খুব দয়াপূর্ণ ব্যবহার করেন। 'কেয়ারিং' শব্দটাই যেন এঁদের জন্য সৃষ্টি করা হয়েছে। বেশি ঝগড়া-ঝামেলা এঁরা পছন্দ করেন না। মিটমাট করিয়ে নেওয়াতেই বিশ্বাসী। 

৪. চৌকো/বর্গাকৃতির নখ: এই আকারের নখ থাকা ব্যক্তিরা সাধারণত বেশ স্বাধীনচেতা হন। কারও নির্দেশ মেনে চলা তাঁদের না-পসন্দ। এঁরা সমস্যার সমাধান করার বিষয়েও বেশ পটু। 

আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হল, চৌকো নখ থাকা ব্যক্তিরা বিশ্বাস বজায় রাখার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেন। আর সেই কারণেই পরিবার, বন্ধুদের বিষয়ে অত্যন্ত সচেতন হন তাঁরা। 

এই ধরনের ব্যক্তিরা অ্যাডভেঞ্চার পছন্দ করেন। নতুন স্থান, নতুন খাবার ইত্যাদির বিষয়ে এঁদের খুব আগ্রহ। 

এঁরা নিজের কেরিয়ারের বিষয়েও অনেক বেশি সচেতন হন। চাকরি, ব্যবসা বা অন্য কাজে উন্নতির জন্য কঠোর পরিশ্রম করতে পিছপা হন না। চ্যালেঞ্জের মুখে অনড় থাকেন এমন ব্যক্তিরা। এই কারণে এঁরা খুব ভাল নেতৃত্বও প্রদান করেন। 

বুঝলেন তো? কেবলমাত্র মানুষের হাতের নখের আকার দেখেই অনেক কিছু বলে দেওয়া সম্ভব। আপনার নিজের সঙ্গেও মিলিয়ে দেখলেন নাকি?

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement