Advertisement

Eyebrow: ভ্রু প্লাক করলে ড্যামেজ হয় লিভার? মহিলাদের সাবধান করছেন বিশেষজ্ঞরা

ভ্রু প্লাক করাতে গিয়ে ভয়ঙ্কর বিপত্তি ঘটল এক মহিলার জীবনে। বিউটি পার্লারে ভ্রু প্লাক করাতে গিয়ে লিভার ড্যামেজ হয়ে গেল এক মহিলার। এই ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকে। কী বলছেন চিকিৎসকরা?

ভ্রু প্লাক করতে গিয়ে বিপত্তি (প্রতীকী ছবি) ভ্রু প্লাক করতে গিয়ে বিপত্তি (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Aug 2025,
  • अपडेटेड 2:30 PM IST
  • ভ্রু প্লাক করাতে গিয়ে লিভার ড্যামেজ
  • মহিলাদের সাবধান হতে পরামর্শ এক্সপার্টদের
  • কীভাবে ভ্রু প্লাকের মাধ্যমে শরীরে প্রবেশ করে ক্ষতিকর ভাইরাস?

ভ্রু প্লাক করতে গিয়ে ভয়ঙ্কর বিপত্তি ঘটতে পারে? এর থেকে কি লিভার খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে? মহিলাদের সচেতন করছেন বিশেষজ্ঞরা। 

বর্তমান সময়ে দাঁড়িয়ে সাধারণ মানুষ আখছাড় এমন অনেক রোগে আক্রান্ত হচ্ছেন, যা কিছু বছর আগেও কল্পনা করা হত না। আজকাল লাইফস্টাইলের সমস্যা, খাওয়া-দাওয়ার ক্ষেত্রে অনিয়মের কারণেই শরীরে নানাবিধ রোগ বাসা বাঁধে। বিশেষত ড্যামেজ হচ্ছে লিভার। এমনই একটি চমকে দেওয়ার মতো ঘটনা প্রকাশ্যে এসেছে সম্প্রতি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে ডা. অদিতিজ ধামিজাকে বলতে শোনা যাচ্ছে, বিউটি পার্লারে গিয়ে ভ্রু প্লাক করানোর জন্য ২৮ বছরের এক মহিলার লিভার ফেল করে গিয়েছে। ওই চিকিৎসক বলেন, 'মহিলা ভ্রু প্লাক করতে গিয়েছিলেন। তবে নষ্ট লিভার নিয়ে ফেরেন।' অতিরিক্ত পেটে যন্ত্রণা, ক্লান্তির সমস্যা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন মহিলা। চোখ সম্পর্ণ ভাবে হলুদ হয়ে গিয়েছিল। 

হাসপাতালে মহিলার নানাবিধ টেস্ট হয়। জানা যায়, তাঁর লিভার সম্পূর্ণ ভাবে ড্যামেজ হয়ে গিয়েছে। ডা. অদিতিজ ধামিজা বলেন, 'ওই মহিলার লিভার মদ কিংবা ওষুধের জন্য নষ্ট হয়নি। বরং বিউটি পার্লারে যাওয়ার জন্যই ড্যামেজ হয়েছে।'

তবে কি সত্যিই পার্লারে ভ্রু প্লাক করালে লিভার নষ্ট হওয়ার আশঙ্কা থাকে? জানা গিয়েছে, ওই নির্দিষ্ট পার্লারে থ্রেডিং করার জন্য যে সুতোর ব্যবহার করা হয়েছিল তা আগেও অনেকের উপর ব্যবহৃত। তা থেকে ছোট ছোট ক্ষত তৈরি হয়েছিল মহিলার। ডা. অদিতিজ ধামিজা বলেন,'অনুমান করা হচ্ছে থ্রেডিংয়ের ফলে তৈরি হওয়া ছোট ছোট ক্ষতের মাধ্যমে তাঁর শরীরে হেপাটাইটিস-বি কিংবা সি ভাইরাস প্রবেশ করে থাকতে পারে। এই ভাইরাস ধীরে ধীরে লিভার খারাপ করে দিয়েছে।'

তবে অন্যান্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, থ্রেডিংয়ের কারণে লিভার ফেল হওয়ার কথা নয়। তবে যদি পরিচ্ছন্নতায়নজর না দেওয়া হয় সেক্ষএত্রে হেপাটাইটিস ,সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। চিকিৎসকদের অনেকেরই মত, হেপাটাইটিস বি এবং সি সংক্রমিত রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়ে। থ্রেডিংয়ের সময়ে ছোট ক্ষত শরীরে ভাইরাসের এন্ট্রি পয়েন্ট হয়ে যেতে পারে। সুতো, হাত ইত্যাদি থ্রেডিংয়ের সময়ে পরিচ্ছন্ন না করা হলে সংক্রমণ হতে পারে। 

Advertisement

হেপাটাইটিসের চিকিৎসা না করালে তা ধীরে ধীরে লিভারকে ড্যামেজ করে দেয়। কয়েকটি ক্ষেত্রে হেপাটাইটিস থেকে সিরোসিস অফ লিভারও হয়েছে রোগীদের। 

 

Read more!
Advertisement
Advertisement