অনেক সময়েই দেখা যায় রাতে কেউ বালিশে বা উঁচু বালিশে ঘুমোলে পরেরদিন সকালে তাঁর ঘারে ব্যাথা হচ্ছে। আর যতক্ষণ না ঘাড়ের ব্যাথা কমে ততক্ষণ কোনও কাজেই মনোনিবেশ করা যায় না। কিন্তু এমন একজন পাকিস্তানি মেয়ের কথা জানা গিয়েছে যার ঘাড় গত ১৩ বছর ধরে ডানদিকে ৯০ ডিগ্রি বাঁকানো ছিল। তবে অস্ত্রোপচারের পর ওই সমস্যা থেকে মুক্তি পেয়েছে সেই মেয়েটি।
পাকিস্তানি ওই মেয়েটির নাম আফসিন গুল। ছোটবেলায় ঘটে যাওয়া একটি ঘটনার জন্য, তাঁকে দীর্ঘনিন যন্ত্রণা ভোগ করতে হয়। আফসিন জন্ম একটি সাধারণ মেয়ের মতোই হয়। তবে একটি দুর্ঘটনার জেরে তাঁকে এমন অবস্থার সম্মুখীন হতে হয়। মাত্র ৮ মাস বয়সে হাঁটতে গিয়ে পড়ে যায় সে। তাতেউ ঘুরে যার তার ঘাড়।
সেরিব্রাল পালসির জেরে বেড়ে যায় সমস্যা
ঘটনার পর আফসিনের পরিবারের সদস্যরা ভেবেছিলেন, তাঁদের মেয়ের ঘাড় নিজে থেকেই ঠিক হয়ে যাবে, কিন্তু তা হয়নি। তাঁদের মেয়ের সেরিব্রাল পালসিও ছিল। সেরিব্রাল পালসি সেই রোগ, যেটির জটিলতার কারণে কিছুদিন আগে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার ছেলে জৈন নাদেলাও মারা গিয়েছেন।
সেরিব্রাল পালসির কারণে সেই সমস্যা আরও বেড়ে গিয়েছিল। এর কিছুদিন পর একটি সংবাদপত্রে আফসিনকে নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপা হলে তার দিকে সবার দৃষ্টি যায়। এরপর GoFundMe থেকে প্রায় ২৫ লাখ টাকা তোলা হয় এবং চিকিৎসকরা আফসিনের অপারেশন করেন।
আফসিনের ভাই ইয়াকুব, একটি ডকুমেন্টরি দেখে ড. রাজাগোপালন কৃষ্ণের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি ১৫ বছর ধরে জাতীয় স্বাস্থ্য পরিষেবায় কাজ করেছেন। ডকুমেন্টারিতে এমনই একটি ছেলের অপারেশন করেছিলেন ওই চিকিৎসক। আফসিনের অস্ত্রোপচার সফল হয়েছে, তবে তাকে এখনও সাপোর্টে থাকতে হবে। কিন্তু সে ভালোভাবে জীবনযাপন করতে পারবে, কারণ তার ঘাড় সোজা হয়ে গিয়েছে।
আরও পড়ুন - এবছরের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার হাফডজন প্রশ্ন, উত্তর জানেন?