Advertisement

Arunachal Tour Package: অরুণাচল যেন স্বর্গরাজ্য, কোথায় কোথায় ঘুরবেন? কত খরচ? বেড়ানোর খুঁটিনাটি

এঁকেবেঁকে বয়ে চলেছে নদী। ইয়া বড় বড় পাহাড়ের চূড়ায় মেঘ ছুঁয়েছে। পাহাড়ের কোল ঘেঁষে চলেছে আঁকাবাঁকা পথ। চোখ জুড়িয়ে যাওয়ার মতো সুন্দর গিরিপথ। পাহাড়ের গা বেয়ে নেমেছে ঝর্না।নীল আকাশে বৌদ্ধমঠের সে এক অপরূপ শোভা। প্রকৃতি যেন তার সমস্ত রূপ-রস ঢেলে দিয়েছে ভারতীয় এই ভূখণ্ডে। মনোরম পরিবেশে এমন সৌন্দর্য চাক্ষুষ করতে হলে যেতে হবে অরুণাচল প্রদেশে। অরুণাচল যেন স্বর্গরাজ্য। চারপাশ অবিকল ছবির মতো। 

অরুণাচলের সৌন্দর্যে চোখ জুড়িয়ে যাবে। ছবি- সৌরদীপ সামন্ত।
সৌরদীপ সামন্ত
  • কলকাতা,
  • 22 Nov 2024,
  • अपडेटेड 1:42 PM IST
  • অরুণাচল যেন স্বর্গরাজ্য।
  • চারপাশ অবিকল ছবির মতো। 
  • অবর্ণনীয় সৌন্দর্য উপভোগ করতে ঘুরে আসতে পারেন অরুণাচলে। 

এঁকেবেঁকে বয়ে চলেছে নদী। ইয়া বড় বড় পাহাড়ের চূড়ায় মেঘ ছুঁয়েছে। পাহাড়ের কোল ঘেঁষে চলেছে আঁকাবাঁকা পথ। চোখ জুড়িয়ে যাওয়ার মতো সুন্দর গিরিপথ। পাহাড়ের গা বেয়ে নেমেছে ঝর্না।নীল আকাশে বৌদ্ধমঠের সে এক অপরূপ শোভা। প্রকৃতি যেন তার সমস্ত রূপ-রস ঢেলে দিয়েছে ভারতীয় এই ভূখণ্ডে। মনোরম পরিবেশে এমন সৌন্দর্য চাক্ষুষ করতে হলে যেতে হবে অরুণাচল প্রদেশে। অরুণাচল যেন স্বর্গরাজ্য। চারপাশ অবিকল ছবির মতো। 

উত্তর-পূর্ব ভারতে বেড়ানোর অন্যতম ডেস্টিনেশন অরুণাচল। বছরভর পাহাড়ি এই প্রদেশে ভিড় জমান বহু পর্যটক। যাঁদের মধ্যে অধিকাংশই বাঙালি। শান্ত প্রাকৃতিক পরিবেশে ছুটি কাটানোর সেরা জায়গা অরুণাচল। ভারতে অরুণাচলেই প্রথম সূর্যোদয় হয়। আর সেই থেকেই নাম অরুণাচল। আবার, অরুণাচলেই রয়েছে চিন সীমান্ত। ১৯৬২ সালের যুদ্ধের সাক্ষী এই রাজ্য। তাই অবর্ণনীয় সৌন্দর্য উপভোগ করতে ঘুরে আসতে পারেন অরুণাচলে। 

সেলা পাস। ছবি- সৌরদীপ সামন্ত।

অরুণাচলে কোথায় কোথায় ঘুরবেন?

অরুণাচলের নানা প্রান্তের সৌন্দর্যই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার মতো। তবে ৭ দিনের ছুটিতে অরুণাচলের এই ডেস্টিনেশনগুলিতে সুন্দর সময় কাটাতে পারবেন। ভালুকপং, দিরাং, তাওয়াং, বমডিলার পাহাড়ি সৌন্দর্য চুটিয়ে উপভোগ করতে পারবেন মাত্র ৭ দিনেই। তা-ও সাধ্যের মধ্যে। 

 

ট্যুর প্ল্যান কেমন?

অরুণাচল ঘুরতে গেলে ট্রেন বা বিমানে চড়ে গুয়াহাটি পৌঁছতে হবে। তারপরে চাইলে গুয়াহাটির আশপাশ ঘুরতে পারেন। সড়কপথে গুয়াহাটি থেকে প্রথমে ভালুকপং চলে যান। ওখানে এক রাত্রি কাটান। ভালুকপঙে কামেং নদীর রূপ দেখলে চোখ জুড়িয়ে যাবে। চারপাশে সবুজে ঘেরা পাহাড়, তার মধ্যে দিয়ে বয়ে চলেছে কামেং নদী। ভালুকপঙে সূর্যোদয়ও ভাল করে চাক্ষুষ করা যায়। ভালুকপঙে এক রাত কাটিয়ে সড়কপথে আশপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যান দিরাং-এ। পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম এটি। এখানকার সৌন্দর্যও দেখার মতো। দিরাংয়ের বৌদ্ধমঠে ভাল সময় কাটাতে পারবেন। দিরাংয়ে এক রাত কাটিয়ে পরের দিন সড়কপথে বেরিয়ে পড়ুন তাওয়াংয়ের উদ্দেশে। যাওয়ার পথে ১৩ হাজার ৭০০ ফুট উঁচুতে সেলা পাসের নজরকাড়া সৌন্দর্য হৃদয় দুলিয়ে দেবে। সেই সঙ্গে চাক্ষুষ করুন নুরানাং জলপ্রপাত। এখানেই শুটিং হয়েছিল শাহরুখ-মাধুরীর 'কোয়েলা' ছবির 'তনহাই তনহাই' গানের।

Advertisement
নুরানাং জলপ্রপাত। ছবি- সৌরদীপ সামন্ত।

তাওয়াংয়ে ৩ দিন থাকুন। তাওয়াং শহরে রয়েছে ভারতের বৃহত্তম বৌদ্ধমঠ। তাওয়াং উপত্যকার সৌন্দর্য মনোমুগ্ধকর। সবুজে মোড়া পাহাড়ের এক অপূর্ব রূপ চোখ জুড়িয়ে দেবে।  তাওয়াং থেকে যেতে পারেন স্যাংস্টার লেকে, যা মাধুরি লেক নামেও পরিচিত। এখানেও 'কোয়েলা' ছবির 'তনহাই তনহাই' গানের শুটিং হয়েছিল। মাধুরী দিক্ষীতের সেই নাচের পর পরই ওই লেকের নাম মাধুরী লেক নামে পরিচিতি পায়। ওখান থেকেই সড়কপথে যেতে পারবেন বুমলা পাসে। যেখানে ভারত-চীন সীমান্ত। তাওয়াঙে তিন দিন কাটানোর পর চলে আসুন বমডিলায়। এখানেও বৌদ্ধমঠ রয়েছে। পাহাড়ের কোলে এই শহরের সৌন্দর্যও ভোলার নয়। বমডিলায় এক দিন কাটিয়ে রওনা দিন বাড়ির উদ্দেশে। 

তাওয়াং বৌদ্ধমঠ। ছবি- সৌরদীপ সামন্ত।

কত খরচ?
 অরুণাচল ঘোরার জন্য রেল বা বিমান বাদে মাথাপিছু খরচ হবে প্রায় ২০ হাজার টাকা। বিভিন্ন ট্যুরিস্ট দলের সঙ্গে যেতে পারেন। না হলে নিজেরাও ঘুরে আসতে পারেন। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement