Biman Banerjee on Governor CV Anand: বৃহস্পতিবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বর্তমান রাজ্যপালের ভূমিকা নিয়ে অসন্তোষ উগরে দেন তিনি।
বর্তমানে রাজ্যপাল সিভি আনন্দ বোস ভাঙড়, ক্যানিং, বাসন্তীর মতো এলাকায় ঘুরছেন। পঞ্চায়েত ভোটের আগে অশান্তিপ্রবণ এলাকাগুলির পরিস্থিতি ঘুরে দেখছেন তিনি। তাঁর এই 'সক্রিয়তা' নিয়ে এদিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি রাজ্যপালের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, "প্রশ্নটা সক্রিয় বা নিষ্ক্রিয় হওয়ার নয়। আসল কথা হল, রাজ্যপাল যেটি করছেন, এটি তাঁর দেখার কথাই নয়। রাজ্যপালের একজন নির্বাহী প্রধান হওয়ার কথা, প্রশাসনিক প্রধান নয়। ভারতে প্রথম কোনও রাজ্য একজন রাজনৈতিকভাবে সক্রিয় রাজ্যপালের সাক্ষী হচ্ছে। এর আগে অন্য কোনও ভারতীয় রাজ্যের এই অভিজ্ঞতা হয়নি।" তিনি আরও বলেন, "তিনি যদি সত্যিই চান, তাঁর মণিপুরের কঠিন পরিস্থিতির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা উচিত্। সেটা কেন বলছেন না তিনি?"
পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার ঘটনার অভিযোগ আসছে। কিন্তু সেটি 'বিচ্ছিন্ন' বলে উল্লেখ করেন স্পিকার। তিনি ব্যাখা করে বলেন, "পঞ্চায়েত নির্বাচন স্বাধীন ও নিয়ম মেনেই হবে। প্রচার ও মনোনয়ন জমার মাধ্যমেই তার একটা আভাস পাওয়া গিয়েছে। হ্যাঁ, কিছু বিচ্ছিন্ন হিংসার ঘটনা ঘটেছে। কিন্তু সেটাই সারা বাংলার ছবি নয়। শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দলগুলি, উভয়েই স্বাধীনভাবে প্রচার চালাচ্ছে।"
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আবহে মনোনয়ন জমা নিয়ে বিভিন্ন হিংসার অভিযোগ শুরু হয়েছে। আর সেই প্রেক্ষিতেই প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যপাল। রাজভবনে একটি 'পিসরুম'ও শুরু করেছেন তিনি। এই পিসরুম কার্যত একটি হেল্পলাইন হিসাবে তুলে ধরা হয়েছে। এর উদ্দেশ্য হল, পঞ্চায়েত ভোটের সময়ে নিগৃহীতরা এই হেল্পলাইনে সরাসরি ফোন করে নিজেদের পরিস্থিতি, অভিযোগ ব্যাখা করতে পারবেন। সম্প্রতি দেগঙ্গায় বোমাবাজিতে নিহত কিশোরের পরিবারের সঙ্গেও ফোনে কথা বলেন রাজ্যপাল। সাহায্যের আশ্বাস দেন তিনি। বর্তমানে রাজ্যের বিভিন্ন অশান্তিপ্রবণ এলাকায় নিজে পৌঁছে যাচ্ছেন রাজ্যপাল।
গত সপ্তাহে শনিবারও একই সুরে রাজ্যপালের কড়া সমালোচনা করেছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, "রাজ্যপাল অতি সক্রিয় হয়ে কাজ করছেন। আইনশৃঙ্খলা সম্পূর্ণ রাজ্যের এক্তিয়ার। রাজ্যপাল এখানে কেন হস্তক্ষেপ করছেন আমি বুঝতে পারছি না।"